
সাইফুল আকন্দ,প্রতিনিধি (গাইবান্ধা) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারকাজ শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে সুন্দরগঞ্জে আনন্দ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
গতো মঙ্গলবার (১৩মে) রাত সাড়ে ১০টায় সুন্দরগঞ্জের সীচা বাজারে এনসিপির নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুলাইয়ে আহত কেন্দ্রীয় সদস্য আশানুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টি কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ, কেন্দ্রীয় সদস্য ফিহাদুল রহমান দিবস, জাতীয় নাগরিক পার্টি সুন্দরগঞ্জ শাখার সদস্য শাকিল, কাওছার,ফরিদ, বিপুল,জিকো,লুৎফর বক্সী, আজিজুর, সূর্য, সাব্বির, সৌরভ, সাদ্দাম, এনামুল, মোস্তফা সহ আরও অনেকে।সমাবেশে বক্তারা বলেন, চব্বিশের অভ্যুত্থানের পর এখানে ফ্যাসিস্টদের রাজনৈতিক অধিকার আর নেই। প্রশাসন, রাজনৈতিক দল বা সুশীল সমাজ আওয়ামী লীগের ব্যাপারে যেকোনো দুর্বলতা দেখালেই ছাত্র-জনতা কঠোর অবস্থান নেবে।