
নাজিম সরদার খুলনা সদর সংবাদদাতা: খুলনা জেলার রূপসা থানা এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী অভিযানে ৮০(আশি) বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ এবং একটি প্রাইভেট কার সহ ০২ জন কে গ্রেফতার করা হয়েছে।
জানাযায়, খুলনা জেলার রূপসা থানাধীন খুলনা ঢাকা মহাসড়কের জাবুসা এলাকায় (সেতু টোল প্লাজার পূর্ব পাশে) ১৪ মে বৃহস্পতিবার রাত ৯.৩০ ঘটিকায় একটি সিলভার রং এর প্রাইভেট কার তল্লাশি করে গাড়ির ভিতর থেকে আসামি মোহাম্মদ আব্দুর রহিম শরিফ (৫৩) এবং মোঃ ওহাব শিকদার (৬০) ড্রাইভার দুজনকে গ্ৰেফতার করা হয়েছে।
এ সময় আসামিদের ব্যবহৃত প্রাইভেট কারের মধ্যে তল্লাশি করে প্রাইভেট কারের মধ্যে রক্ষিত ব্যাগের মধ্যে ৮০ বোতল বিভিন্ন ধরনের বিদেশি মদ এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার সহ তাদের কে আটক করা হয়েছে ।
উক্ত ঘটনায় আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় খুলনা “-খ ” সার্কেল এর উপপরিদর্শক জাহানারা খাতুন বাদী হয়ে রূপসা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।