
বান্দরবান জেলা সংবাদদাতাঃ পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন ধারাকে অব্যাহত রাখতে আলীকদম সেনা জোন (৩১ বীর) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, এতিমখানা ও অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে। বৃহস্পতিবার (১৫ মে ২০২৫) সকাল ১১টা ৩০ মিনিটে জোন সদরের ক্যান্টিন সংলগ্ন হলরুমে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে মোট ২,৮৫,০৮৬ টাকা বিতরণ করা হয়।
এই অনুদান পায় স্থানীয় স্কুল, কলেজ, মাদ্রাসা, এতিমখানার শিক্ষক-শিক্ষার্থীরা, গরিব ও দুঃস্থ পরিবার, উপজাতীয় মুসলিম কল্যাণ সংস্থা এবং আলীকদম মুরং কমপ্লেক্সের শিক্ষার্থীরা। সহায়তার আওতায় শিক্ষার্থীদের খাবার বিল, চিকিৎসা সহায়তা এবং তাৎক্ষণিক আর্থিক সহযোগিতা অন্তর্ভুক্ত ছিল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম সেনা জোনের উপ-অধিনায়ক মেজর মো. মঞ্জুর মোর্শেদ, পিএসসি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যাপ্টেন মোহাম্মদ আলী তাওহীদ, জোনাল স্টাফ অফিসার।প্রধান অতিথি বলেন, “আলীকদম সেনা জোনের পক্ষ থেকে এলাকার অসহায় মানুষদের পাশে দাঁড়ানো ও উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও প্রতিটি ক্যাম্প থেকে আর্থিক সহায়তা, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণের মতো কার্যক্রম চলমান থাকবে।”উল্লেখ্য, আলীকদম সেনা জোন নিয়মিতভাবে স্থানীয় প্রতিষ্ঠান ও দুঃস্থদের মাঝে এ ধরনের আর্থিক সহায়তা প্রদান করে আসছে।