
মোঃ নূরবক্ত মিঞা, স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের উলিপুর উপজেলা ও পৌর বিএনপি’র আংশিক আহবায়ক কমিটি জেলা আহবায়ক কমিটি কর্তৃক ঘোষনা করায় দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে।
বুধবার (১৪ মে) কুড়িগ্রাম জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা ও সদস্য সচিব আলহাজ্ব মোঃ সোহেল হোসাইন কায়কোবাদ স্বাক্ষরিত পত্রে উলিপুর উপজেলায় মোঃ তারিক আবু আলা চৌধুরীকে আহবায়ক ও মোঃ হায়দার আলী মিয়াকে সদস্য সচিব করে ২১সদস্য বিশিষ্ট উপজেলা বিএনপি’র আংশিক কমিটি ঘোষনা করা হয়। এ কমিটির ৯ জন যুগ্ম আহবায়ক হচ্ছেন, ওবায়দুল রহমান বুলবুল, আব্দুর সরকার, এ্যাডভোকেট মোঃ ফখরুল ইসলাম, আমিনুল ইসলাম দুলু, আবেদ আলী সরকার, আবুল কালাম আজাদ খোকা, মোঃ মহসিন আলী মোঃ এরশাদুল হাবীব নয়ন ও রমেশ সাহা। অপর দিকে, উলিপুর পৌর কমিটিতে নূর মোহাম্মদকে আহবায়ক ও সহঃ অধ্যাপক সোলায়মান আলী সরকারকে সদস্য সচিব করে ২৫ সদস্য বিশিষ্ট পৌর আংশিক কমিটি ঘোষনা করা হয়। পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক হচ্ছেন- নূরে সাবা স্টার, আজিজুর রহমান মাস্টার, ডাক্তার ইফতেখারুল ইসলাম, এহসানুল করিম প্রিন্স, সিরাজুল ইসলাম সাজু, আব্দুর রাজ্জাক, জমিদার রায়, খোরশেদ আলী, মতলেুর রহমান মন্জু, মজিবর রহমান।
।