
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকা থেকে ১৪০ কেজি গাঁজা ও কার্ভাডভ্যানসহ মো. সালু মিয়া নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-তেজগাঁও বিভাগ।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেন গোয়েন্দা পুলিশ।
রোববার (৪ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।
অভিযানের নেতৃত্ব দেওয়া সহকারী পুলিশ কমিশনার এম. রাকিবুল হাসান ভূঞা জানান, তেজগাঁওয়ের মিনি ট্রাকস্ট্যান্ড এলাকায় কয়েকজন মাদক কারবারি গাঁজা বিক্রির জন্য কার্ভাডভ্যানসহ অবস্থান করছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।
অভিযানে কার্ভাডভ্যানটি জব্দসহ চালক সালুকে গ্রেফতার করা হয়। পরে কার্ভাডভ্যানটি তল্লাশি করে ১৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত সালু কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কাওরান বাজার ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকাসহ বিভিন্ন স্থানে বিক্রি করতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
ডিআই/এসকে