নাজিম সরদার খুলনা সদর সংবাদদাতা:র্যাব-৬ এর স্পেশাল কোম্পানির একটি দল অভিযান চালিয়ে রূপসা এলাকা থেকে শহিদল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে ২০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করেছে। সে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিয়া গ্রামের আকসেদ আলীর ছেলে।
মামলা সূত্রে জানাযায়, খুলনা জেলার রূপসা থানার জাবুসা মোড়ে র্যাব-৬মাদক উদ্ধার অভিযান ও সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে ১৯ জুন রাত ১২ ঘটিকার সময় ডিউটি করছিল। এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা-ঢাকাগামী ইমাদ পরিবহনে করে এক ব্যক্তি সাতক্ষীরা থেকে ঢাকার উদ্দেশ্যে অবৈধ মাদকদ্রব্য নিয়ে আসতেছে।
উক্ত সংবাদ পেয়ে একই তারিখ রাতে খানজাহান আলী ব্রিজ (রূপসা সেতু) টোল প্লাজার পশ্চিম পাশে চেকপোস্ট স্থাপন করে রাত ১২টা ২০ মিনিটের সময় ইমাদ পরিবহন দাঁড় করায়। এসময় এক যাত্রী একটি বস্তাসহ বাস থেকে নেমে রাস্তার উপরে রেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে শহিদুল ইসলামকে গ্রেফতার করে। পরে শহিদুল ইসলাম এর দেহ ও বস্তা তল্লাশিকালে ড্রামের ভিতর হতে আসামী নিজ হাতে ২০০বোতল ফেনসিডিল বের করে দেয়। এ ব্যাপারে শহিদুলের বিরুদ্ধে রূপসা থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১২।