
জেলা প্রতিনিধি, পিরোজপুর:
পিরোজপুরের নাজিরপুরে বিএনপির নেতাদের নামে অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন করেছে গ্রামবাসী। বৃহস্পতিবার (১৫ মে) ১১টার দিকে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।
উপজেলার শেখমাঠিয়া ইউনিয়নের রামনগর গ্রামে মানববন্ধনে গ্রামবাসী অপপ্রচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানায়। এসময় তাদের দাবী করা মিথ্যা নিউজের কারণে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. ইস্রাফিল হাওলাদার ও শেখমাঠিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এজাবুল হাওলাদার (রেজা) ষড়যন্ত্র মূলক বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবী জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, স্থানীয় ও অনলাইন পত্রিকায় এক আ’লীগ নেতার ঘরকে জামায়াতে নেতার দোকান ঘর উল্লেখ করে নিউজ করে উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. ইস্রাফিল হাওলাদার ও শেখমাঠিয়া ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি এজাবুল হাওলাদার (রেজা) ফাঁসানোর জন্য একটি স্থানীয় চক্র উঠে পড়ে লেগেছে। সেটা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। তারা আরো বলেন, পূর্ব শত্রুতা জের ধরে স্থানীয় ওই চক্রটি দীর্ঘদিন ধরে নানা ভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছিল। তারই তাদের বিরুদ্ধে অপপ্রচার চালান তারা।অপপ্রচারের প্রতিবাদ করে স্থানীয়রা জানান, তাদের ষড়যন্ত্র করে বহিষ্কার করা হয়েছে। দীর্ঘ ১৭ বছর তারা দলের জন্য নিবেদিত প্রাণ ছিলো। গ্রুপের রাজনৈতিক কারণে তাদের বহিষ্কার করা হয়েছে। অবিলম্বে তাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করা দাবী জানাচ্ছি সঙ্গে সঠিক ভাবে তদন্ত করা হোক।