
নদীতে যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ৮০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করেছে নৌ পুলিশ।
নৌ পুলিশের বরিশাল অঞ্চলের পটুয়াখালী জেলার কলাপাড়া থানাধীন পায়রা বন্দর সংলগ্ন আন্ধারমানিক নদীতে রাবনাবাদ চ্যানেলে সোহালী নামক একটি লঞ্চে পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ও ফোর্স অভিযান পরিচালনা করে লঞ্চ হতে বিভিন্ন সামুদ্রিক মাছ যেমন-তুলারডাটি-২৫০ কেজি, চিংড়ি মাছ-২০০ কেজি, পোয়া মাছ-২০০ কেজি ও লইট্যা মাছ- ১৫০ কেজিসহ সর্বমোট ৮০০ (আটশত) কেজি যাহার মূল্য অনুমান ৪ (চার লক্ষ) টাকা ।
বৃহস্পতিবার (১৫ মে ) পুলিশ সুপার (ইন্টেলিজেন্স) ও অতিরিক্ত দায়িত্ব (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং এন্ড মিডিয়া) মারুফা ইয়াসমিন এসব তথ্য জানান।
তিনি জানান, গোপনীয় সংবাদের ভিত্তিতে পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক কাওছার গাজী ও সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এই অভিযান পরিচালনা করেন। চলতি বছরের ১৫ এপ্রিল থেকে ১১ই জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু ছেলেরা এইসব মাছ আহরণ করে বলে জানা যায়।
পরবর্তীতে স্থানীয় সহকারী কমিশনার ভূমি এবং মৎস্য অফিসারের উপস্থিতিতে উদ্ধারকৃত মাছগুলো স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়। নৌ পুলিশের এই অভিধান অব্যাহত রয়েছে।
ডিআই/এসকে