পঞ্চগড়ে সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা এড়ানোসহ নির্বিঘ্নে ও নিরাপদ রাখতে সেনাবাহিনীকে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন অথোরিটি বিআরটিএ।
বুধবার (১৪ মে) দুপুরে পঞ্চগড় শহরের মিলগেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় বাস, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন ফিটনেসবিহীন যানবাহন, ড্রাইভিং লাইন্সেস না থাকায় ২৬ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ। একইসঙ্গে যানবাহন গুলোতে তল্লাশী চালানো হয়। এতে সেনাবাহিনীর পাশাপাশি ট্রাফিক পুলিশ সহায়তা করেন।
এসময় পঞ্চগড় বিআরটিএর মোটরযান পরিদর্শক হিমাদ্রী ঘটক বলেন, সড়কে দুর্ঘটনা এড়াতে এ অভিযান। আজকের অভিযানে বিভিন্ন পরিবহনে অভিযান পরিচালনা করে ২৬ হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।