
পুলিশের কাজে বাধা ও নাশকতার মামলায় তিন বিএনপি নেতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।
গ্রেফতারকৃতরা হলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নূর হোসেন নুরু (৬৭), সাধারণ সম্পাদক হাজী মো. আফজাল হোসেন শিকদার (৬৪) ও সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মো. সালাউদ্দিন (৫৯)।
মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ সদর ও ফতুল্লা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
র্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর ও তার পরে ঢাকাসহ বিভিন্নস্থানে নাশকতা চালায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা।
নাশকতার ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার দায়ের করা মামলার তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা বিভিন্ন সময় নাশকতার পরিকল্পনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।
এছাড়াও তারা ইতোপূর্বে কেরানীগঞ্জ, রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নি সংযোগসহ বিভিন্ন প্রকার নাশকতা কার্যক্রমে সরাসরি জড়িত ছিল বলে জানা গেছে।
গ্রেফতারকৃত তিনজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে