
এইচ,এম, শহিদুল ইসলাম মোরেলগঞ্জ বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটের মোরেলগঞ্জে ওয়াশ (পানি, স্যানিটেশন ও হাইজিন) খাতে চলমান কার্যক্রমের মূল্যায়ন ও ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে এক গুরুত্বপূর্ণ পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করে হেলভেটাস বাংলাদেশ, সহযোগিতায় ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব রুরাল পূয়র (ডরপ)।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্থানীয় শিক্ষক, এনজিও প্রতিনিধি ও সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস , উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম বিশ্বাস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও স্থানীয় ধর্মীয় সংগঠনের প্রতিনিধিসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
সভায় বক্তারা বলেন, “প্রত্যন্ত অঞ্চলে উন্নত ওয়াশ সেবা পৌঁছে দিতে সরকারি ও বেসরকারি সংস্থার পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি একটি কার্যকর মনিটরিং ব্যবস্থাও গড়ে তোলা প্রয়োজন।”
ডরপ-এর পক্ষ থেকে জানানো হয়, মোরেলগঞ্জ উপজেলায় ইতোমধ্যে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জন্য নিরাপদ পানির উৎস, উন্নত স্যানিটেশন ব্যবস্থা এবং হাইজিন শিক্ষার প্রসারে নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এসব উদ্যোগকে আরও টেকসই ও সম্প্রসারিত করার পরিকল্পনা সভার মূল উদ্দেশ্য ছিল।
সভা শেষে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এই পরিকল্পনা সভা শুধু একটি আনুষ্ঠানিক বৈঠক নয় বরং মোরেলগঞ্জের ওয়াশ খাতের ভবিষ্যৎ উন্নয়নের পথে একটি সুদৃঢ় ভিত্তি রচনা করবে।
এই সভাকে ঘিরে সংশ্লিষ্ট মহলে আশাবাদের এক নতুন দ্বার উন্মোচিত হয়েছে, যা এলাকাবাসীর স্বাস্থ্য ও জীবনের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।