
মোঃ জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষ্যংছড়ি,উপজেলা প্রতিনিধি:
নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে সদর ইউনিয়নের আদর্শগ্রাম চেকপোস্টে বেলা ১১ টায় তল্লাশী চালিয়ে ৯ হাজার ৪ শত ৯০ পিস ইয়াবা টেবলেট ও সিএনজিসহ এক চালককে আটক করা হয়েছে।
তার নাম হেলাল উদ্দিন ( ১৮)। সে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী গ্রামের নুরুল আমিনের পুত্র। একইদিন সকালে পৃথক ঘটনায় মিয়ানমার সীমান্তের ৪৭ পিলার এলাকায় সীমান্ত চোরাকারবারীদের এক সোর্স কে ১টি গরুসহ আটক করেন ১১ বিজিবি। তার নাম মোহাম্মদ আরিফ (১৫)। সে আশারতলী লম্বাঘোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সীমান্তের ৪৭ পিলার এলাকায় চোরাকারবারীদের সোর্স হিসেবে কাজ করতো। বুধবার (১৪ মে ) নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি কর্তৃক পরিচালিত পৃথক ২ অভিযানে এ ২ জন আসামীকে আটক করে বিজিবি।
বিজিবি সূত্র আরো জানান, সীমান্তের অতন্দ্র প্রহরী ১১ বিজিবি জোয়ানরা সীমান্ত সুরক্ষা ছাড়াও চোরাচালান, মাদকদ্রব্য, অবৈধ অনুপ্রবেশ এবং আন্তঃ রাষ্ট্রীয় সীমান্ত অপরাধ দমন করে আসছে।
তারই ধারাবাহিকতায় ১১ বিজিবি নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ফুলতলী সীমান্ত এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আসছে খবর পান। পরে কারবারীরা সড়ক পরিবর্তন করে রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক দিয়ে রামু বাইপাস নিয়ে যাওয়ার পথে তাদের তল্লাশী করা হয়। পরে আদর্শগ্রাম এলাকা দিয়ে পাচারকালে আটক করা হয়।
পৃথক ঘটনায় ১ টি গরু সহ এক সোর্সকে আটক করে তারা ৪৭ সীমান্ত পিলার এলাকা থেকে।বিষয়টি নিশ্চিত করেন ১১ বিজিবি অধিনায়ক লেঃ কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েস। তিনি বলেন অভিযান চলমান আছে-থাকবে। সীমান্ত অপরাধীদের ছাড় নেই।