
এইচ,এম, শহিদুল ইসলাম , মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:
মোরেলগঞ্জ উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আজ অনুষ্ঠিত হয়েছে এক ব্যতিক্রমধর্মী ও শিশু-কেন্দ্রিক আয়োজন ‘Birthday Bounce Back Program’। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ আয়োজিত এই অনুষ্ঠানে নিবন্ধিত শিশুদের জন্মদিন উদযাপন করা হয় উৎসবমুখর পরিবেশে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোরেলগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার গৌতম বিশ্বাস এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের মোরেলগঞ্জ এরিয়া প্রোগ্রাম অফিসার স্টিফেন স্বপন হালদার, মিলিতা সরকার, এবং শিশু ও নিরাপত্তা বিষয়ক অফিসার শান্ত চিচাম,এবং মোরেলগঞ্জ উপজেলা প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তারা জানান, এই কর্মসূচির মূল লক্ষ্য হলো—শিশুদের মাঝে আত্মমর্যাদা ও ভালোবাসার অনুভূতি জাগিয়ে তোলা, যাতে তারা নিজেদের গুরুত্বপূর্ণ ও সম্মানিত বলে অনুভব করতে পারে। অনুষ্ঠানে জন্মদিনের কেক কাটার পাশাপাশি জন্মদিন অনুষ্ঠানে শিশুদের উপহার হিসেবে লেখাপড়ার প্রতি মনোযোগীহওয়ার জন্য তিনটি খাতা ও চারটি কলম প্রদান করা হয়।
ওয়ার্ল্ড ভিশন কর্মকর্তারা জানায়, এই কর্মসূচির আওতায় মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভায় মোট ১৫০০ নিবন্ধিত শিশুদের মাঝে পর্যায়ক্রমে এই উপহার বিতরণ কার্যক্রম চলবে।
অনুষ্ঠানে অংশ নেওয়া শিশুদের মাঝে ছিল স্পষ্ট আনন্দ ও উচ্ছ্বাসের ছাপ। উপস্থিত অভিভাবকরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন।