
জহিরুল ইসলাম ঝিকরগাছা যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে ১০ যাত্রী আহত হয়েছেন। বুধবার (১৪ই মে) আনুমানিক দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের চারাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।প্রত্যেক্ষদর্শী সুত্রে জানা যায়, যশোর থেকে যাত্রী নিয়ে বেনাপোলে যাচ্ছিল যাত্রীবাহী বাস। এ সময় যশোর-বেনাপোল মহাসড়কের চারাতলা নামক স্থানে পৌঁছলে অপর দিক থেকে আসা পরিবহনকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে খাদে উল্টে ৮ থেকে ১০ জন আহত হয়। আহত যাত্রীদের উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।নাভারণ হাইওয়ে পুলিশ ফাড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রোকানুজ্জামান জানান, চারাতালা নামক স্থানে বাস উল্টে খাদে পড়ে অনেকে আহত হয়েছেন, তাদেরকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান জানান, যশোরের নাভারন বাজারের কাছে, যশোর-বেনাপোল হাইওয়েতে একটি বাস দুর্ঘটনায় আহতরা নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাদের এখানে জরুরি চিকিৎসা সেবা দেয়া হচ্ছে এবং গুরুতর আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।