স্টাফ রিপোর্টার : নওগাঁর বদলগাছীতে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু হয়েছে।নওগাঁর বদলগাছী উপজেলাতে জাতীয় নাগরিক পার্টি উপজেলা পর্যায়ে কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। সাধারণ মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে এবং সমাজের দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেছেন পার্টির নেতৃবৃন্দ।জাতীয় নাগরিক পার্টির নেতারা বলেন,বদলগাছীর উপজেলার প্রতিটি মানুষের পাশে থেকে তাদের অধিকার আদায়ের সংগ্রামে সহযোদ্ধা হিসেবে কাজ করবেন।বর্তমানে জাতীয় নাগরিক পার্টির বদলগাছী উপজেলা কার্যালয় রুমি চৌধুরী মার্কেটের দ্বিতীয় তলার ২ নম্বর রুমে অবস্থিত।