
মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফিরোজ হোসেন (৩২) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে আহত হন নিহত ফিরোজের স্ত্রীও। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যায় উপজেলা ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের মধ্যম মঘাদিয়া আমতলী এলাকায় এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন জানান, নিজের ঘরে মোটর দিয়ে পানি উঠানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হন ফিরোজ।
এ সময় তাকে বাঁচাতে গেলে বিদ্যুৎস্পর্শে আহত হোন স্ত্রী তারজিনা বেগমও। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন। তার স্ত্রী তারজিনাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর পাইনি।