ঢাকা, রবিবার, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কুড়িগ্রামে গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ
ভারতে পালানোর সময় যুবলীগ নেতা নাজিম উদ্দীন সোহেল গ্রেপ্তার
তানোরে সীমানা পিলারকে কেন্দ্র করে হামলা মটরসাইকেল ভাংচুর মারপিট নারীসহ আহত ৪
ভারতীয়সহ ১৬ জনকে পঞ্চগড়ে দুইটি সীমান্ত পয়েন্ট দিয়ে ঠেলে দিল বিএসএফ
পাঁচবিবিতে আয়মারসুলপুর ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
বিএনপি’র নেতৃত্বে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব : আনোয়ার হোসেন বুলু
নওগাঁয় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সভা
মাদকদ্রব্যের উপ-পরিচালক শামীম আহম্মেদের অপসারণ চেয়ে মশাল মিছিল
খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার
৪১ লাখ টাকার ভারতীয় পণ্যসহ গ্রেফতার ১
পিরোজপুরে বাসের ধাক্কায় প্রাণ গেলো মোটরসাইকেল চালকের
নান্দাইলে জুলাই গণঅভূত্থানে আহত ইমরান হোসাইনের মৃত্যু
শার্শার রঘুনাথপুর গ্রামে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
ইউনিয়ন বিএনপি সভাপতি ডা: আকরাম বলেন দেশবিরোধী যে কোনো ধরনের ষড়যন্ত্র রুখে দিতে প্রস্তুত
প্রেসক্লাব নান্দাইলের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত:-সভাপতি হান্নান সম্পাদক রায়হান

পাঁচবিবিতে মরহুম সাংবাদিক আবু হাসানের স্মরণে দোয়া মাহফিল

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে পরপারে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি উপজেলা শাখার সাবেক সভাপতি, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এবং দৈনিক সংগ্রাম ও দৈনিক সাথমাথা পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি বিশিষ্ট কলম সৈনিক ও নির্ভীক সাংবাদিক আবু হাসান। তাঁর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল বাদ মাগরীব পাঁচবিবি সিদ্দিকিয়া দারুস সুন্নাত হিযবুল্লাহ মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মাওঃ মোঃ আতাউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার ও পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার।

এছাড়াও বক্তব্য রাখেন পাঁচবিবি পুরাতন জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মিরশহিদ মন্ডল, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম দুলাল,পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, হিযবুল্লাহ মাদ্রাসার সাংগঠনিক সেক্রেটারী মোঃ আবু বক্কর সিদ্দিক ও মরহুমের ছোট ভাই আবু আলেব প্রমুখ।বক্তারা বলেন, আবু হাসান ছিলেন সত্য ও ন্যায়ের এক আপোষহীন কণ্ঠস্বর। সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এক সাহসী সৈনিক। তাঁর নির্ভীক অবস্থান, সততা ও নিষ্ঠা তাঁকে সকল মহলে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

তারা আরও বলেন, তাঁর কর্মময় জীবন আজও বহু মানুষের প্রেরণা। তিনি যে শূন্যতা রেখে গেছেন, তা সহজে পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে পাঁচবিবি সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটেছে।শেষে বিশিষ্ট এই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
উল্লেখ্য, গত মাসের ১৭ এপ্রিল বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর আদর্শ, সততা ও সাংবাদিকতা জগতের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুনঃ