ঢাকা, বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
৩ রিকশাচালককে টাকা দিয়ে ডিএনসিসি প্রশাসক বললেন, এরপর আর নয়
আ.লীগের অঙ্গসংগঠনের গ্রেফতার আরও ৬
মোরেলগঞ্জে ওয়াশ সেবার টেকসই উন্নয়নে ডরপ-এর পরিকল্পনা সভা
মোরেলগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্র পুনঃস্থাপনের দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ
সাবেক সেনাসদস্যদের ৮০২ আবেদন গৃহীত, ধৈর্য ধরার পরামর্শ
আত্রাইয়ে ঝুঁকিপুর্ণ কালভার্টে দূর্ভোগ পোহাচ্ছে ৪ গ্রামের প্রায় ১০ হাজার মানুষ
নাইক্ষ্যংছড়িতে পৃথক অভিযানে বিপুল ইয়াবা ও গরু-সিএনজি সহ আটক-২
মোরেলগঞ্জে ওয়ার্ল্ডভিশনের আয়োজনে নিবন্ধিত শিশুদের জন্মদিন উদযাপন
ঝিকরগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১০
তানোরে গভীর নলকূপ অপারেটরের বিরুদ্ধে সেচ না দিয়ে বোরো ধান মেরে ফেলার অভিযোগ
নান্দাইলে শিক্ষার পরিবেশ ও মান উন্নয়নে ইউএনও’র স্কুল পরির্দশন
ঘোড়াঘাটে হত্যা মামলার আসামী বাবুল আক্তার চৌধুরীর বাড়ীতে আগুন ৪টি ঘর পুড়ে ছাই ১০ লাখ টাকার ক্ষতি
বকশীগঞ্জ আলাদা সংসদীয় আসন চেয়ে প্রধান নির্বাচন কমিশনারের নিকট আবেদন
কলাপাড়ায় যাত্রিবাহী বাস থেকে সামুদ্রিক বিভিন্ন প্রজাতির ৩০মন মাছ জব্দ
বদলগাছীতে জাতীয় নাগরিক পার্টির কার্যক্রম শুরু

পাঁচবিবিতে মরহুম সাংবাদিক আবু হাসানের স্মরণে দোয়া মাহফিল

দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সাংবাদিকতা অঙ্গনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি করে পরপারে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির পাঁচবিবি উপজেলা শাখার সাবেক সভাপতি, পাঁচবিবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, এবং দৈনিক সংগ্রাম ও দৈনিক সাথমাথা পত্রিকার পাঁচবিবি উপজেলা প্রতিনিধি বিশিষ্ট কলম সৈনিক ও নির্ভীক সাংবাদিক আবু হাসান। তাঁর স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

গতকাল বাদ মাগরীব পাঁচবিবি সিদ্দিকিয়া দারুস সুন্নাত হিযবুল্লাহ মাদ্রাসার আয়োজনে মাদ্রাসা প্রাঙ্গনে এই দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও ম্যানেজিং কমিটির সভাপতি মাওঃ মোঃ আতাউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ডাঃ মোঃ সুজাউল করিম।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোঃ আবু সুফিয়ান মুক্তার ও পৌর জামায়াতের আমীর মোঃ আবুল বাশার।

এছাড়াও বক্তব্য রাখেন পাঁচবিবি পুরাতন জামে মসজিদের খতিব মাওঃ মোঃ মিরশহিদ মন্ডল, পাঁচবিবি পৌর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক মোঃ আমিনুল ইসলাম দুলাল,পাঁচবিবি প্রেসক্লাবের সাবেক সভাপতি আব্দুল হালিম সাবু, হিযবুল্লাহ মাদ্রাসার সাংগঠনিক সেক্রেটারী মোঃ আবু বক্কর সিদ্দিক ও মরহুমের ছোট ভাই আবু আলেব প্রমুখ।বক্তারা বলেন, আবু হাসান ছিলেন সত্য ও ন্যায়ের এক আপোষহীন কণ্ঠস্বর। সাংবাদিকতা জীবনে তিনি ছিলেন দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এক সাহসী সৈনিক। তাঁর নির্ভীক অবস্থান, সততা ও নিষ্ঠা তাঁকে সকল মহলে শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে।

তারা আরও বলেন, তাঁর কর্মময় জীবন আজও বহু মানুষের প্রেরণা। তিনি যে শূন্যতা রেখে গেছেন, তা সহজে পূরণ হবার নয়। তাঁর মৃত্যুতে পাঁচবিবি সাংবাদিকতা অঙ্গনে এক উজ্জ্বল নক্ষত্রের অবসান ঘটেছে।শেষে বিশিষ্ট এই সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
উল্লেখ্য, গত মাসের ১৭ এপ্রিল বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।তাঁর আদর্শ, সততা ও সাংবাদিকতা জগতের অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুনঃ