ঢাকা, বুধবার, ১৪ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় নতুন এডহক কমিটির পরিচিত সভা
নান্দাইলে রেভিনিউ টিকেটের নামে শ্রমিক প্রতি ৫০ টাকা নিচ্ছেন এলজিইডি’র সিও
ভাঙ্গায় চাঞ্চল্যকর হত্যা মামলার আসামি আকাশ গ্রেফতার
ববির নতুন ভিসি তৌফিক, সাবেক ভিসি-প্রোভিসি-ট্রোজাররকে অব্যাহতি
কৃষকের মুখে হাসি ফোটানোর উদ্যোগ মোরেলগঞ্জে বোরো ধান সংগ্রহ শুরু
তানোর পৌরসভা দাখিল মাদ্রাসায় নতুন এডহক কমিটির পরিচিত সভা
এনডিপির উদ্দ্যোগে রায়গঞ্জে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
তানোরে গলায় দড়ি দিয়ে যুবকের আত্নহত্যা
জলাবদ্ধতা নিরসনে সবার সহযোগিতা প্রয়োজন :- উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
শার্শা ৩০টি মামলার পলাতক আসামি আটক
তানোরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারের মাঝে বকনা বাছুর-গো-খাদ্যসহ উপকরন বিতরণ
তৃণমূলের জনগোষ্ঠীর ভাগ্যোন্নয়নে আনসার ভিডিপির কর্মসূচি ‘প্রান্তিক শক্তি’
আত্রাইয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদক কারবারী স্বামী-স্ত্রীসহ গ্রেপ্তার-৪
নাইক্ষ্যংছড়িতে খেলতে গিয়ে ঝিরির পানিতে ডুবে শিশুর মৃত্যু
কল্যাণপুরে এন.আর.ট্রাভেলস অফিস থেকে ১৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

নান্দাইলে রেভিনিউ টিকেটের নামে শ্রমিক প্রতি ৫০ টাকা নিচ্ছেন এলজিইডি’র সিও

ময়মনসিংহ জেলা ঃ ময়মনসিংহের নান্দাইলে গ্রামীণ অবকাঠামো মেরামত, সৌন্দর্যবর্ধন ও রক্ষণাবেক্ষন কাজে নিযুক্ত নারী শ্রমিকের কাছ থেকে রেভিনিউ টিকেট ক্রয় ও ট্রেজারী খরচের নামে জনপ্রতি ৫০ টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলা এলজিইডি’র কমিউনিটি অর্গানাইজার (সিও) পদে দায়িত্বরত সোনিয়া আক্তার শ্রমিকদের মাসিক বেতন ভাতা থেকে প্রতি মাসে জনপ্রতি ৫০ টাকা কেটে নিচ্ছেন। জানাগেছে, উপজেলা এলজিইডি’র ‘পল্লী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি রুরাল এমপ্লয়মেন্ট অ্যান্ড রোড মেইনটেনেন্স প্রোগ্রাম (আরইআরএমপি) প্রকল্পের আওতায় ৩৯ জন নারী শ্রমিক কাজ করছে। বিভিন্ন ইউনিয়নের মোট ৩৯ নারী শ্রমিক প্রতিদিনই স্ব-স্ব ইউনিয়নে দল বেধে সড়ক মেরামত ও সংরক্ষনের কাজ করে যাচ্ছে। প্রতিমাসে মাসিক বেতন ৯ হাজার টাকা ধার্য্য করা হলেও নগদ পাচ্ছে ৬ হাজার টাকা, আর ৩ হাজার টাকা প্রতি শ্রমিকের নামে সরকারিভাবে সঞ্চয় রাখা হচ্ছে। যা কর্মসূচী শেষে অর্থাৎ প্রকল্প শেষে পুরো টাকা একসাথে দেওয়া হবে। কিন্তু ওই হতদরিদ্র কেটে খাওয়া নারী শ্রমিকরা মাসিক বেতন হিসাবে ৬ হাজার টাকা তুলতে গিয়ে রেভিউনিউ টিকেট ও ট্রেজারী খরচার নামে গুনতে হচ্ছে অতিরিক্ত ৫০ টাকা। এতে প্রতি মাসে ১৬০০ টাকা অতিরিক্ত নিয়ে যাচ্ছেন। মঙ্গলবার নান্দাইল উপজেলা এলজিইডি অফিসে সরজমিন তদন্ত করে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত ৫০ টাকা আদায় করার সত্যতা পাওয়া গেছে। গাংগাইল ইউপির পূজা, বিউটি ও অঞ্জনী দাস সহ আরও অনেকে জানান, প্রতিবারই মাসিক বেতন উঠানোর সময় খরচার নামে ৫০ টাকা দিয়ে যাচ্ছেন। চন্ডিপাশা ইউপি’র শ্রমিক নার্গিস ও চায়না আক্তার বলেন, রেভিনিউ টিকেট সহ আরও অন্য খরচা আছে তাই দেওয়া হয়। এ বিষয়ে জানতে চাইলে এলজিইডি অফিসের সিও সোনিয়া আক্তার ৫০ টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, রেভিনিউ টিকেট ও ট্রেজারী খরচার জন্য ৫০ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া এটা প্রতি উপজেলায় নেওয়া হয়, কোন কোন উপজেলায় ৮০ টাকাও নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করেন। নান্দাইল উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আব্দুল মালেক বিশ^াস বলেন, এভাবে টাকা নেওয়ার সুযোগ নেই। তবে এ মুহুর্তে মিটিংয়ে আছি পরে কথা বলছি বলে ফোন কল কেটে দেন।

শেয়ার করুনঃ