
বরগুনার আমতলীতে মঙ্গলবার উপজেলা আইন শৃক্সখলা,সন্ত্রাস দমন নাশকতা প্রতিরোধ, জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা
ওরিওয়ন্টেশন ও পরিকল্পনাসভা ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি অনুষ্ঠিত হয়েছে।সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম এর সভাপতিত্বে উপজেলা আইন-শৃক্সখলা,সন্ত্রাস দমন ও নাশকতা প্রতিরোধ, বিজয় দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা ও জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ২০২৩ উদযাপন উপলক্ষে উপজেলা ওরিয়েন্টেশন সভা, এবং উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এম এ কাদের মিয়ার সভাপতিত্বে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এডভোকেট এম এ কাদের মিয়া,উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র মোঃ মতিয়ার রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ মজিবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মুনয়েম সাদ,সহকারী কমিশনার (ভুমি) আবদুল্লাহ আবু জাহের,।
আমতলী থানার (ওসি) তদন্ত আমির সেরনিয়াবাত , উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম মৃধা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা অ্যডভোকেট একেএম সামসুদ্দিন সানু, আমতলী উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি সদর ইনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মোতাহার উদ্দিন মৃধা,কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ মাসুম তালুকদার, চাওড়া ইউপি চেয়ারম্যান মোঃ আখতারুজ্জামান বাদল খান, হলদিয়া ইউপি চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান মিন্টু মল্লিক, আঠারোগাছিয়া ইউপি মোঃ রফিকুল ইসলাম
রিপন, আড়পাংগাশিয়া ইউপি চেয়ারম্যান সোহেলী পারভীন মালা,আমতলী প্রেসক্লাবের সভাপতি খায়রুল বাশার বুলবুল, রিপোর্টাস ইউনিটির সভাপতি মো. হায়াতুজ্জামান মিরাজ,
আমতলী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু সাইদ খোকন, আমতলী সাংবাদিক ক্লাবের সভাপতি শাহ মুহাঃ সুমন রশিদ সভায় সরকারী কর্মকর্তারা ও আইনশৃঙখলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।