
রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যাণপুর খাজা মার্কেট এলাকার শ্যামলী এন. আর ট্রাভেলস অফিসে অভিযান চালিয়ে ১৩ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আসামির নাম, বিমল চন্দ্র দাস (৪৮)।
মঙ্গলবার(১৩ মে) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক আব্দুল হামিদ এসব তথ্য জানান।
তিনি বলেন, সোমবার বিকেল ৪টার দিকে কোতয়ালী সার্কেলের পরিদর্শক মো. লোকমান হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে গ্রেফতার হন বিমল চন্দ্র দাস (৪৮)।
তিনি আরও বলেন, এসময় বিমল চন্দ্র দাস শ্যামলী এন. আর ট্রাভেলস অফিসে চেয়ারে বসা অবস্থায় ছিলেন। এ সময় তার কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তা উদ্ধার করা হয়, যার ভিতরে অভিনব কায়দায় লুকানো ১০ কেজি গাঁজা ভর্তি একটি নীল রঙের কন্টেইনার এবং আরও ৩ কেজি গাঁজা সহ একটি পৃথক পলিব্যাগ পাওয়া যায়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
ডিআই/এসকে