
ঢাকা মহানগরীর গেন্ডারিয়া থানাধীন ৯৫ কেবি দাস রোড এলাকায় ১৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গ্রেফতারকৃতের নাম, আলতাস মিয়া (৩২)।
মঙ্গলবার(১৩ মে) দুপুরে ডিএনসিসির সূত্রাপুর সার্কেলের একটি দল তাকে গ্রেফতার করে বলে জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ঢাকা মেট্রো দক্ষিণের সহকারী পরিচালক আব্দুল হামিদ।
তিনি জানান, আলতাস মিয়ার পরিহিত কালো রঙের ফুল প্যান্টের বাম পকেটে স্কচটেপ ও টিস্যু দিয়ে মোড়ানো একটি সাদা জিপারযুক্ত পলিপ্যাকেটে মোট ১৫০ গ্রাম ওজনের ১৫০০ পিস অ্যামফেটামিনযুক্ত লালচে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
ঘটনার পর তার বিরুদ্ধে নিয়মিত একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
ডিআই/এসকে