
আল-ইকরাম বিপ্লব জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারী জলঢাকা ৪ সন্তানের এক জননীকে উত্যাক্ত করায় বাঁধা নিষেধ করলে প্রাণ নাশের হুমকিতে থানায় অভিযোগ দায়ের করেছে রুমা বেগম (৪০) নামের ভুক্তভোগী। পৌরশহরের ৪নং ওয়ার্ড বগুলাগাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ সূত্রে জানা যায়, ওই এলাকার মহিদুল ইসলাম (৪৪) সাংসারিক ও ব্যবসায়ীক কাজে বাহিরে থাকার সুযোগে পার্শ্ববর্তী একই এলাকার
আইন উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম কাইল্লাসু (৪০) প্রায় রুমা বেগমের বাড়ির আশপাশ দায়চারী করেন এবং কুদৃষ্টিতে তাকায় রুমা বেগমের দিকে। ভুক্তভোগী রুমা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বা মীর অবর্তমানে বখাটে রফিকুল ইসলাম আমাকে কুপ্রস্তাব দেয় এবং বিভিন্ন অশুভ অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। বিষয়টি আমার স্বামীকে অবগত করলে রফিকুলকে বাঁধা
নিষেধ করেন। এ সময় রফিকুল ইসলাম আমাকে ও আমার স্বামীকে বিভিন্ন ভয়ভীতি হুমকি দেয়। সেই সঙ্গে রাস্তায় একা পাইলে দেখে নিবে, মিথ্যা মামলা দিয়ে হয়রানি, এলাকায় বসবাসে প্রতিবন্ধকতা সহ প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। রুমা বেগমের স্বামী মহিদুল ইসলাম বলেন, রফিকুল ইসলাম একজন উগ্রবাদী মানুষ। তারপরও তাকে বাঁধা নিষেধ করি কিন্তু এতে তিনি আরো উত্তেজিত হয়ে অশ্লীল ভাষায় গালমন্দ করাসহ প্রান নাশের হুমকি
প্রদর্শন করছে। তাই আইনের কাছে এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোর দাবী জানাচ্ছি।