
আল আমীন, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি:শেরপুরের নালিতাবাড়ীতে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৬০ বোতল মদসহ একটি পিকআপ গাড়ী করেছে থানা পুলিশ।মঙ্গলবার (১৩ মে) ভোরে পরিচালিত এই অভিযানে ভারতীয় মদ উদ্ধার হলেও পিকআপ চালককে আটক করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, ভারতীয় মদ চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে নিয়ে এসে চোরাকারবারিরা গাড়িতে লোড করছে গোপন সংবাদ পেয়ে নালিতাবাড়ী থানা টিম চোরাকারবারিদের গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পাহাড়ে পালিয়ে যায় এবং পিকআপ গাড়ির অজ্ঞাতনামা চালক পিকআপ গাড়ি দ্রুত গতিতে চালিয়ে পালানোর চেষ্টা করে। পুলিশ সিএনজি নিয়ে পিকআপটি ধাওয়া করে। এক পর্যায়ে পিকআপটি কলসপাড় ইউনিয়নের ঘোনাপাড়া এলাকার গ্রাম্য রাস্তায় ঢুকলে পিকআপ গাড়িটি খড়ের গাদায় লাগিয়ে দিয়ে চালক পালিয়ে যায়। পরে পিকআপটি তল্লাশিকালে বিশেষ কায়দায় মাছ নেওয়ার ড্রামের মধ্যে রাখা ২ টি বস্তায় ২ ব্র্যান্ডের ৬০ বোতল ভারতীয় মদ উদ্ধার করে মদবাহী পিকআপটি আটক করা হয়।নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আমদানি নিষিদ্ধ ৬০ বোতল ভারতীয় মদসহ পিকআপ আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।