ঢাকা, মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিশরের সঙ্গে ভিসা অব্যাহতি চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
গেন্ডারিয়ায় ১৫০০ ইয়াবাসহ একজন গ্রেফতার
পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে : আইজিপি
আইজিপি কাপ ক্রিকেটে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ চ্যাম্পিয়ন
জলঢাকায় ৪ সন্তানের জননীকে উত্যাক্ত ,প্রাণ নাশের হুমকিতে থানায় অভিযোগ
বাংলাবাজারে দোকানে আগুন
নবীনগরে ৮ কোটি টাকার পানি প্রকল্পে দুর্নীতির অভিযোগ
রাজাপুরে জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে বকনা বাছুর বিতরণ
শ্যামনগরে জেন্ডার সংবেদনশীল বাজেট বিষয়ে প্রশিক্ষণ
পাঁচবিবিতে ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে জেলা প্রশাসক
ব্যাটারি চালিত রিক্সা বন্ধে ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে: ডিএনসিসি প্রশাসক
নান্দাইলে জামায়াতের সমর্থিত প্রার্থী এড. আনোয়ারুল ইসলাম চাঁন
কলাপাড়া বাজার আয়োজিত ফুটবল টুর্নামেন্টে’র শুভ উদ্বোধন
দোষর থেকে রং পাল্টেছেন নাজমুল, বিআরটিএ’তে দালালের সিন্ডিকেট গড়ে কামিয়েছেন কোটি টাকার সম্পদ
নালিতাবাড়ীতে নিষিদ্ধ ভারতীয় মদসহ গ্রেফতার ১

একদিনে সাবেক এমপি মমতাজসহ আ’ লীগের গ্রেফতার ৯

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ বেগমসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করেছে ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

গ্রেফতাররা হলেন, মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম (৫০), রমনা যুব মহিলা লীগ সভাপতি হেলেন আক্তার (৫৫), আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিম (৪০), ছাত্রলীগ ঢাকা মহানগর উত্তরের সহ-সভাপতি মাহমুদুল হাসান অঞ্জন (২৭), ছাত্রলীগের সাবেক কার্যকরী সদস্য ও চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক মো. সাজ্জাদ (৪১), মিরপুর ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. বাবুল (৪৪), ডেমরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং বাওয়ানী ইউনিট শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক আকাশ (৩০), ঢাকা মহানগর যুবলীগ-উত্তরের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শাহীন (৪০) ও ঢাকা মহানগর আনন্দ বাজার ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিন্টু।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, সোমবার রাত ১১টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক এমপি মমতাজ বেগমকে গ্রেফতার করে ডিবির একটি টিম।

অন্যদিকে, ডিবি-তেজগাঁও বিভাগের একটি দল মগবাজার এলাকায় অভিযান পরিচালনা করে রাত ১০টার দিকে হেলেন আক্তারকে গ্রেফতার করে। একই দিনে সন্ধ্যা ৬টার দিকে ডিবি-উত্তরা বিভাগের একটি টিম রাজধানীর গুলশান-২ থেকে সুমগ্ন করিমকে গ্রেফতার করে।

ডিবি-গুলশান বিভাগের একটি টিম রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে রাত সাড়ে ১১টার দিকে মাহমুদুল হাসান অঞ্জনকে গ্রেফতার করে। এছাড়া ডিবি-রমনা বিভাগের পৃথক টিম বিকেল ৩টার দিকে রাজধানীর তেজগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে মো. সাজ্জাদ এবং বিকেল ৫টার দিকে রাজধানীর দক্ষিণখান থানাধীন কাওলা এলাকা থেকে সাইফুল ইসলাম শাহীনকে গ্রেফতার করে।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, ডিবি-সাইবার বিভাগের একটি টিম রাজধানীর ডেমরা এলাকা থেকে রাত সাড়ে ১১টার দিকে মোজাম্মেল হক আকাশকে গ্রেফতার করে। একই দিনগত রাত সাড়ে ৯টার দিকে মিরপুর এলাকা থেকে মো. বাবুলকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম। বাবুলের বিরুদ্ধে হত্যা ও হত্যাচেষ্টার চারটি মামলা রয়েছে। এ ছাড়াও সন্ধ্যা ৬টয়ার দিকে বংশাল এলাকা থেকে মো. মিন্টুকে গ্রেফতার করে ডিবি-লালবাগের একটি টিম।

গ্রেফতারদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল। রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপচেষ্টায় লিপ্ত ছিল বলেও জানিয়েছেন ডিএমপির এই কর্মকর্তা।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ