স্টাফ রিপোর্টার আলিফ হোসেন: মুন্সীগঞ্জের শ্রীনগরের ভাগ্যকুলে জোড় পূর্বক বসতবাড়ির সম্পত্তি দখলে বাধা দেওয়ায় নারীসহ ৩ জনকে মেরে আহত করেছে।
গত কয়েকদিন ধরে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মধ্য কামারগাঁও আইডিয়াল স্কুলের সাথে ১.৬২ শতাংশ জায়গায় সহ বিল্ডিং দখলের অভিযোগ উঠে ঐ এলাকার মৃত বাহাউদ্দিন শেখর ছেলে মজিদ শেখ ও মুন্নার বিরুদ্ধে। এ ব্যাপারে ভুক্তভোগী মিঠু মোল্লা বাদী হয়ে শ্রীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মিঠু মোল্লা জীবন শেখের থেকে ১.৬২ শতাংশ জায়গাসহ বিল্ডিং ৩০ লাখ টাকা দিয়ে ক্রয় করে দীর্ঘদিন যাবত ভোগ দখলে রয়েছে।সোমবার সকাল সাড়ে ৭ টার সময় বাহাদ্দি শেখের ছেলে মজিদ শেখ, লিলি বেগম, হাবিবর রহমান মুন্না, মোহনা সহ আমার বাড়ীতে প্রবেশ করে আমার অন্তঃস্বত্ত্বা মেয়ে মিনুকে এলোপাতাড়ি ভাবে কিল ঘুষি মেরে ও তলপেটে লাথি মারিয়া জখম করে। আমার মেয়ের ডাক চিৎকারে আমি সহ আমার স্ত্রী তাজেরা বেগম আমার মেয়েকে রক্ষা করিতে আগাইয়া গেলে আমাদেরকেও এলোপাথারী মারপিট করিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। স্থানীয় প্রভাবশালী লোকদের ইন্দনে মজিদ শেখ এ হামলা চালিয়েছে।এ বিষয়ে শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাকিল আহমেদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।