
বাংলাদেশ জাসদ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এমরান আল আমিনের মা রাবেয়া খাতুন গত রবিবার (১১ মে) সন্ধায় বার্ধক্যজনিত কারলে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি ৪ ছেলে ও ২ মেয়ে সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন ও শুভাকাঙ্খি রেখে গেছেন। সোমবার (১২ মে) বিকেল ৩ টায় বোদা পৌর শহরে প্রমাণিকপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজের যানাজা শেষে মোগলে কেল্লা কবরস্থানে দাফন করা হয়।
মরহুমের মৃত্যুতে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নাজমুল হক প্রধান, বাংলাদেশের কউিনিস্ট পাটি পঞ্চগড় জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আশরাফুল আলম, বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড লিহাজ উদ্দীন মানিক সহ বাংলাদেশ জসদ পঞ্চগড় জেলা ও উপজেলা কমিটির নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।