ঢাকা, মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
শ্রীনগরে জোড় পূর্বক বসতবাড়ির দখলের চেষ্টা নারীসহ আহত-৩
গলাচিপার আটখালি হাই স্কুলের হল রুমে গত দুই দিনব্যাপি দুর্যোগ প্রশমন বিষয়ক প্রশিক্ষণের আয়োজন
কেন্দ্রীয় জাসদ নেতার মা রাবেয়া খাতুনের মৃত্যু
ঝিকরগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজস্থলীতে বজ্রপাতের আঘাতে আহত- ১
কুড়িগ্রামে অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরি পণ্য গুড়িয়ে দিলো প্রশাসন
পৌরসভায় ওয়ার্ড কমিটি গঠন ও কর্মপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্মারকলিপি দিলেন চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ
মিরসরাইয়ে স্কুল পড়ুয়া ক্ষুদ্র নৃগোষ্ঠি কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা:-যুবদল নেতাকে বহিষ্কার
কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ
সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি জিহাদ গ্রেফতার
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান; মাদক কারবারিসহ গ্রেফতার ১৫
মতিঝিলে ছিনতাইকালে গ্রেফতার ২
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশুকে উদ্ধার করল র‍্যাব

মিরসরাইয়ে স্কুল পড়ুয়া ক্ষুদ্র নৃগোষ্ঠি কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা:-যুবদল নেতাকে বহিষ্কার

মিরসরাইয়ে স্কুল পড়ুয়া ক্ষুদ্র নৃগোষ্ঠি কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে এক যুবদল নেতাকে দল থেকে বহিষ্কার হয়েছে।

বহিস্কৃত ব্যক্তি উপজেলার করেরহাট ইউনিয়ন যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল কাশেমক (৩৭)। তাকে দল ও পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। সোমবার (১২ মে) দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জোরারগঞ্জ থানা যুবদলের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম ও সদস্য সচিব লায়ন মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আবুল কাশেমের বিরুদ্ধে সংগঠন বিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। এজন্য তাকে সংগঠনের সকল পদ ও সদস্যপদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বহিষ্কৃত নেতার কোনো দায়-দায়িত্ব ভবিষ্যতে দল নেবে না এবং তার সাথে কোনো নেতাকর্মী যোগাযোগ রাখলে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে ১১মে রবিবার বিকেলে আবুল কাশেমের বিরুদ্ধে করেরহাট ইউনিয়নের ত্রিপুরা পাড়ায় নবম শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেল পাঁচটার দিকে প্রাইভেট পড়ে ঘরে ফিরে রান্নার কাজ করছিল ওই কিশোরী। এসময় আবুল কাশেম বাড়ির উঠানে এসে পানি চাইলে কিশোরী তাকে পানি দেয়। কিন্তু এরপর হঠাৎ সে কিশোরীর ঘরে ঢুকে তাকে ১০০ টাকা দিয়ে কুপ্রস্তাব দেয় এবং রাজি না হওয়ায় জোরপূর্বক শরীরের পোশাক ছিঁড়ে ফেলে। মুখ চেপে ধরার পর কিশোরী ধস্তাধস্তি করে তার হাত থেকে ছুটে ঘর থেকে বেরিয়ে চিৎকার করলে আশপাশের ত্রিপুরা জনগোষ্ঠীর লোকজন ছুটে আসে। এসময় আবুল কাশেম দ্রুত মোটরসাইকেলে পালিয়ে যায়।

ভুক্তভোগী কিশোরীর বাবা-মা দুজনই দিনমজুর এবং অত্যন্ত দরিদ্র। ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যে ও আলোচনার সৃষ্টি হয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবুল কাশেম বলেন, আমি ওই কিশোরীর বাবার কাছে টাকা পাই। সেই টাকা উদ্ধার করতে তার বাড়িতে গেলে মেয়েটির বাবার সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আমি তাদের বাড়ির উঠান থেকে চলে আসি। ঘরে ঢুকে কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগ সত্য নয়। স্থানীয় এক আওয়ামী লীগ নেতার ইন্দনে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে ।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, করেরহাট ইউনিয়নের কয়লা এলাকায় নবম শ্রেণী পড়ুয়া এক ত্রিপুরা কিশোরীকে শ্লীলতাহানি করার বিষয়ে জেনে রোববার রাতেই সেখানে পুলিশের একটি পরিদর্শন টিম পাঠিয়েছি। প্রাথমিকভাবে ওই কিশোরীকে শ্লীলতাহানির সত্যতা পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুনঃ