
সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত থাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য সুমগ্ন করিমকে গ্রেট করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। তিনি সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি মেরিনা জাহান কবিতার ছেলে।
সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশান থেকে ডিবির উত্তরা বিভাগের সদস্যরা তাকে গ্রেফতার করে।
এদিন রাতে ডিবির একটি সূত্র গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন।
ডিবি সূত্র জানায়, ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়ার নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম এদিন গুলশান এলাকায় অভিযান চালায়। অভিযানে সরকারবিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত আওয়ামী লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি মেরিনা জাহান কবির ছেলে সুমগ্নকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিবির এডিসি হেলালউদ্দিন ভূইয়া জানান,গ্রেফতার আসামির বিরুদ্ধে সরকারবিরোধী ষড়যন্ত্রসহ ডিএমপির ভাটারা থানায় বৈষম্যবিরোধী আন্দোলনের মামলা রয়েছে। তাকে কাল আদালতে তোলা হবে।
ডিআই/এসকে