
কমিউনিটি ইনিসিয়েটিভ সোসাইটি সিআইএস-এর উদ্যোগে গলাচিপার আটখালি হাই স্কুলের হল রুমে গত দুই দিনব্যাপি (১০ এবং ১২ তারিখে) যুবও স্থানীয় স্টেকহোল্ডারদের জন্য দুর্যোগ প্রশমন বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করা হয়। প্রথম দিনে উপস্থিত ছিলেন গলাচিপা ফায়ার সার্ভিস টিম এবং ফায়ার স্টেশন অফিসার মোঃ কামাল হোসেন তিনি আলোচনা করেন অগ্নিকাণ্ড, ঘুর্ণিঝড় মোকাবেলা, বজ্রপাতে করণীয়, গ্যাস সিলিন্ডারের ব্যবহারবিধি, ভূমিকম্প হলে কিভাবে নিজেকে রক্ষা করা যায়, জরুরি কিভাবে ফাস্ট-এইড দেওয়া হয় এবং অগ্নিকান্ডের উপর একটা মহড়া করেন। দ্বিতীয় দিনে উপস্থিত ছিলেন আটখালি হাই স্কুলের প্রধান শিক্ষক সমিত কুমার দত্ত তিনি আলোচনা করেন কিভাবে সড়ক দুর্ঘটনা, পানিতে ডোবা এবং সাপে কাটা,থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করা যায়। উপস্থিত ছিলেন কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটি ( সিআইএস) এর সকল কর্মী। আংশগ্রহনকারী ৬০ জন স্থানীয় যুবও স্থানীয় স্টেকহোল্ডার।