
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় কলাপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিভিন্ন অভিযোগ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া উপজেলা সভাপতি মাওলানা মো. মুফতি হাবিবুর রহমান হাওলাদার।
তিঁনি বলেন, ৫ আগষ্টের পর থেকে মাছ বাজার, বাসষ্ট্যান্ড, হাট-বাজার, খেয়াঘাট সহ সকল স্পট থেকে চাঁদাবাজদের প্রতিরোধ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ নিয়ে দৃঢ়তার সাথে সংবাদ সম্মেলন করে চাঁদাবাজী বন্ধে আওয়াজ তোলায় উকিল নোটিশও দেয়া হয়েছে। সৎ সাহস নিয়ে সেই উকিল নোটিশের জবাব দেয়া হয়েছে। এতে চাঁদাবাজি অনেকটা কমে গেছে। কিন্তু একটি কুচক্রী মহল ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীদের নামে কুৎসা রটাচ্ছে। তারা দলের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা করছে।
টিয়াখালী ব্রিজের কাছে জনৈক ওসমান গনি প্যাদা তার জমির ভিতরে ভারি যান চলাচলের জন্য রাস্তা করে দেয় এবং যান প্রতি কিছু টাকা আদায় করে আসছে পাঁচ বছর ধরে। সওজ’র সাথে তার এ সংক্রান্ত একটি লিখিত চুক্তি রয়েছে। ওসমান গনি অসুস্থ হওয়ায় তার ভাতিজা ইয়াসিন প্যাদা তার পক্ষে দায়িত্ব পালন করেন। সে ইসলামী আন্দোলন বাংলাদেশ টিয়াখালী শাখার ছাত্র যুব বিষয়ক সম্পাদক হওয়ায় দলকে জড়িয়ে চাঁদাবাজির অভিযোগ করে ফেসবুকে মিথ্যা প্রচারণা করে একটি কুচক্রী মহল। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।মুফতি হাবিবুর রহমান বলেন, দল যখন কলাপাড়ায় অনিয়ম, চাঁদাবাজি ও সালিশ বানিজ্য বন্ধে কাজ করছে তখন একটি চক্র দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে। তাই তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালানো বন্ধে আইনী পদক্ষেপ নেয়ার কথা বলেন। একই সাথে সকল অনিয়ম ও দূর্নীতি বন্ধে তাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান।সংবাদ সম্মলেনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কলাপাড়া শাখার শীর্ষ পর্যায়ের নেতা সহ অর্ধশতাধিক কর্মীরা উপস্থিত ছিলেন।