
অ্যাডিশনাল আইজি (ক্রাইম এন্ড অপস্), বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা মহোদয়ের সভাপতিত্বে অদ্য ০৫.১২.২০২৩ তারিখে ১১:০০ ঘটিকায় আইজিপির মিনি কনফারেন্স রুমে অক্টোবর/২৩ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
চুয়াডাঙ্গা জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলনকক্ষ থেকে উক্ত ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা। ভার্চুয়ালি মিটিংয়ে অক্টোবর/২৩ মাসের অপরাধ বিষয়ক পর্যালোচনা, সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা, মামলা তদন্ত বিচারের ফলাফল এবং সাজার হার বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
উক্ত কনফারেন্সে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ ) মোঃ রিয়াজুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এন্ড অপস মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা; অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আনিসুজ্জামান, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) জাকিয়া সুলতানা, ডিআইও-১,ডিএসবি আবু জিহাদ ফকরুল আলম খান, সদরকোট পুলিশ পরিদর্শক নাসির উদ্দিন মৃধা; পুলিশ অফিস ক্রাইম সেকশন কে এম জাহাঙ্গীর আলম, চুয়াডাঙ্গাসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দ।