
পিরোজপুর প্রতিনিধি : গত কয়েকদিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল পিরোজপুরবাসী। সকাল থেকে রোদের তাপে জনজীবন ছিল প্রায় স্থবির। তবে দুপুরের পর হঠাৎ করেই নেমে আসে স্বস্তির বৃষ্টি, যা কিছুটা হলেও প্রশমিত করেছে গরমের তীব্রতা।
সোমবার (১২ মে) দুপুর ৩টার দিকে শুরু হয় হালকা বৃষ্টি, যা ধীরে ধীরে রূপ নেয় মাঝারি থেকে ভারী বর্ষণে। বৃষ্টির পর শহরের তাপমাত্রা কমে আসে, এবং রাস্তাঘাটে দেখা যায় স্বস্তির নিঃশ্বাস। অনেকেই ছাতা মাথায় কিংবা বৃষ্টিতে ভিজে উপভোগ করেন এই আকস্মিক বৃষ্টি। স্থানীয়রা জানান, এই বৃষ্টি তাদের জন্য আশীর্বাদস্বরূপ। তীব্র গরমে ফসলের ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু এই বৃষ্টিতে জমিতে আর্দ্রতা ফিরে আসবে এবং ফসলের জন্য উপকারী হবে।
পিরোজপুরবাসী এই বৃষ্টিকে স্বস্তির নিঃশ্বাস হিসেবে উপভোগ করেছেন এবং এবং আশা করছেন এই বৃষ্টির ফলে গরমের তীব্রতা হ্রাস পাবে।