ঢাকা, মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কেন্দ্রীয় জাসদ নেতার মা রাবেয়া খাতুনের মৃত্যু
ঝিকরগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজস্থলীতে বজ্রপাতের আঘাতে আহত- ১
কুড়িগ্রামে অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরি পণ্য গুড়িয়ে দিলো প্রশাসন
পৌরসভায় ওয়ার্ড কমিটি গঠন ও কর্মপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্মারকলিপি দিলেন চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ
মিরসরাইয়ে স্কুল পড়ুয়া ক্ষুদ্র নৃগোষ্ঠি কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা:-যুবদল নেতাকে বহিষ্কার
কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ
সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি জিহাদ গ্রেফতার
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান; মাদক কারবারিসহ গ্রেফতার ১৫
মতিঝিলে ছিনতাইকালে গ্রেফতার ২
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশুকে উদ্ধার করল র‍্যাব
ভারত নিজেদের রোহিঙ্গাদের পুশইন করছে, এটা মানবাধিকার লঙ্ঘনের শামিল:বিজিবি ডিজি
রাজধানীতে আওয়ামী লীগের আরও চার নেতা গ্রেফতার

চট্টগ্রাম নগরীর শতভাগ উন্নয়ন ও নাগরিক সেবায় সিটি গভর্নমেন্ট ধারণা বাস্তবায়নের বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

ইসমাইল ইমন চট্টগ্রাম জেলা প্রতিনিধি :চট্টগ্রামের সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবার কার্যক্রমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক কর্মকর্তাদের অভিজ্ঞতা কাজে লাগানোর ঘোষণা দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন।

শনিবার দুপুরে লালদীঘি লাইব্রেরি ভবনে চসিক এক্স অফিসার্স এসোসিয়েশনের কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি। এর আগে মেয়র কার্যালয়ের নামফলক উন্মোচন করেন এবং বিশেষ মুনাজাতে অংশ নেন।লালদীঘি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সৌজন্য মতবিনিময় সভায় মেয়র বলেন, “চট্টগ্রাম নগরের উন্নয়ন ও জনসেবা কার্যক্রমে চসিকের অবসরপ্রাপ্ত কর্মকর্তারা যে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা অর্জন করেছেন, তা অমূল্য সম্পদ। নগরের উন্নয়নে আমরা সেই অভিজ্ঞতাকে গাইডলাইন হিসেবে গ্রহণ করব।”

তিনি বলেন, “আমরা সবাই একটি পরিবারের সদস্য। এই পরিবারের সুখ-দুঃখ, হাসি-কান্না ভাগ করে নেয়ার মানসিকতা নিয়ে আমি নগর পরিচালনায় কাজ করছি। নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বল্প সময়ে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার সুফল ইতোমধ্যে মানুষ পাচ্ছেন।”

সিটি গভর্নমেন্ট কনসেপ্ট বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে ডা. শাহাদাত বলেন, “এই ধারণা বাস্তবায়ন করতে পারলে সেবা কার্যক্রমে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় প্রতিষ্ঠা সম্ভব হবে, যা নগরবাসীর জন্য হবে অত্যন্ত উপকারী।”চসিক এক্স অফিসার্স এসোসিয়েশনের কার্যক্রমে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়ে মেয়র বলেন, “এই সংগঠন ভবিষ্যতে চসিকের জন্য একটি জ্ঞানভিত্তিক পরামর্শ কেন্দ্র হিসেবে কাজ করবে বলে আমি বিশ্বাস করি।”

সভায় সভাপতিত্ব করেন চসিক এক্স অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী। স্বাগত বক্তব্য দেন ডা. মোহাম্মদ আলী।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডা. প্রীতি বড়ুয়া, প্রকৌশলী আবুল হাসনাত, প্রকৌশলী অসীম বড়ুয়া ও প্রকৌশলী মো. রেজাউল বারী ভূঁইয়া প্রমুখ।

শেয়ার করুনঃ