
নাজিম সরদার খুলনা সদর প্রতিনিধি: খুলনার রূপসা উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর মোচ্ছাবারপুর এলাকার বাসিন্দা জালাল (৩২) পারিবারিক কলহ ও পরকীয়ার অভিযোগের জেরে গুরুতর হামলার শিকার হয়েছেন।
এলাকার সূত্রে জানা যায় রবিবার দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে জালালের স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার পুরুষাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। পরে মুমূর্ষু অবস্থায় তাকে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। সম্প্রতি স্ত্রীর পক্ষ থেকে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও ওঠে। বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় স্বামীর পুরুষাঙ্গ কেটে দিচ্ছে স্ত্রী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।