ঢাকা, মঙ্গলবার, ১৩ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কেন্দ্রীয় জাসদ নেতার মা রাবেয়া খাতুনের মৃত্যু
ঝিকরগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
রাজস্থলীতে বজ্রপাতের আঘাতে আহত- ১
কুড়িগ্রামে অনুমোদনহীন আইসক্রিম ফ্যাক্টরি পণ্য গুড়িয়ে দিলো প্রশাসন
পৌরসভায় ওয়ার্ড কমিটি গঠন ও কর্মপরিধি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
স্মারকলিপি দিলেন চট্টগ্রামে হাইকোর্ট বেঞ্চ বাস্তবায়ন পরিষদ
মিরসরাইয়ে স্কুল পড়ুয়া ক্ষুদ্র নৃগোষ্ঠি কিশোরীকে শ্লীলতাহানির চেষ্টা:-যুবদল নেতাকে বহিষ্কার
কলাপাড়ায় বিভিন্ন প্রজাতির সামুদ্রিক সাড়ে ১২ মন মাছ জব্দ
সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি জিহাদ গ্রেফতার
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান; মাদক কারবারিসহ গ্রেফতার ১৫
মতিঝিলে ছিনতাইকালে গ্রেফতার ২
ফরিদপুরে দেড় লাখ টাকায় ‘বিক্রি হওয়া’ সেই শিশুকে উদ্ধার করল র‍্যাব
ভারত নিজেদের রোহিঙ্গাদের পুশইন করছে, এটা মানবাধিকার লঙ্ঘনের শামিল:বিজিবি ডিজি
রাজধানীতে আওয়ামী লীগের আরও চার নেতা গ্রেফতার

শেওড়াপাড়ায় দুই বোনকে হত্যা: টাকা চুরি দেখে ফেলায় হত্যা করেন বোনের ছেলে

রাজধানীর শেওড়াপাড়া এলাকায় মরিয়ম বেগম ও সুফিয়া বেগম নামের দুই বোনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে জড়িত ঘাতক কিশোরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) মিরপুর বিভাগ।

গ্রেফতারকৃতের নাম- গোলাম রব্বানী ওরফে তাজ (১৪)। তিনি নিহতদের অপর এক বোনের সন্তান।

তদন্ত সংশ্লিষ্টরা বলছে, সাইকেল কেনার টাকা সংগ্রহের জন্য খালার বাসায় এসে টাকা চুরি করেন গ্রেফতারকৃত কিশোর। কিন্তু চুরির বিষয়টি দেখে ফেলা এবং বাবা-মা কে জানানোর কথা বলায় চাকু ও শিলনোড়া (পুতা) দিয়ে হত্যা নির্মমভাবে দুই খালে হত্যা করেন রব্বানী। এরপর বাসায় তালা মেরে চাবি নিয়ে চলে যান।

সোমবার (১২ মে) বিকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, গত শুক্রবার (৯ মে) দুপুরে ১২টার দিকে ঘাতক তাজ যাত্রাবাড়ির শনির আখড়ার বাসা থেকে প্রাইভেট পড়াতে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হয়। কিন্তু যে বাসা থেকে বের হয়ে সোজা বড় খালা মরিয়ম বেগমের শেওড়াপাড়ার বাসায় যায়। এ সময় মাথায় লাল রংয়ের ক্যাপ ও মুখে মাক্স ছিলো। বাসায় প্রবেশের পর বড় খালা বাসায় জানিয়ে এসেছে কি না জানতে চাইলে তাজ উত্তরে জানায়, মা আসতেছে, আমি আগে চলে আসছি। এরপর বড় খালা তার জন্য শরবত বানাতে যায়। আর সেজো খালা (সুফিয়া বেগম) প্লেট বাটি ধোয়া মোচা করে বারান্দার দিকে যায়। এই সুযোগে সে বড় খালার রুমে টিভির পাশে রাখা মানিব্যাগ থেকে সাইকেল কেনার জন্য তিন হাজার টাকা চুরি করে। বিষয়টি তার বড় খালা দেখে ফেললে তাকে গালাগালি ও বকাবকি করে। বিষয়টি কিশোর তাজের মা কে জানানোর জন্য মোবাইল খুঁজতে থাকা অবস্থায় ডাইনিং টেবিলে থাকা লেবু কাটা ছুরি দিয়ে প্রথমে বড় খালার পেটে আঘাত করে। তখন বড় খালা আঘাত প্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় তাকে মারতে উদ্যত হলে সে পুনরায় আঘাত করে। তার বড় খালার বাঁচাও-বাঁচাও বলে চিৎকারের শব্দ শুনে সেজো খালা (সুফিয়া) পিছনের অন্য একটি রুম থেকে এসে তাকে বাধা দেয়ার চেষ্টা করে। তারপর সে ঐ একই চাকু দিয়ে সেজো খালার পেটে একবার আঘাত করলে তিনি মেঝেতে পড়ে যায় এবং বড় খালা তখনো চিল্লা চিল্লি করছিলো। তারপর সে রান্না ঘরের চুলার পাশ থেকে শীল-পাটার, পাটা এনে বড় খালার মাথায় একাধিক বার আঘাত করে। পরে সেজো খালাকেও আঘাত করে। তারপর সে বাথরুমে গিয়ে তার হাতে ও মুখে লেগে থাকা রক্ত পানি দিয়ে পরিষ্কার করে। পাশের রুমে গিয়ে তার টি-শার্ট ও জিন্স প্যান্টে রক্ত লেগে থাকায় পরিবর্তন করে খালাতো বোন মিষ্টি’র ব্যবহৃত একটি জিন্স প্যান্ট ও তার ব্যাগে থাকা আরেকটি রঙ্গিন টি-শার্ট ও ক্যাপ পরে বাহির থেকে তালা মেরে চাবি নিয়ে বের হয়ে যায়। এরপর সিএনজিতে করে শনির আখড়া চলে যায়। কিছুদুর যাওয়ার পর বাসার চাবিগুলো ও তার পরিহিত লাল ক্যাপ রাস্তায় ফেলে দেয়। শনির আখড়া পৌছার পর চুরির টাকা থেকে ৪৫০ টাকা সিএনজি ভাড়া দেয় এবং বাকি টাকায় রক্ত লেগে থাকার কারনে রাস্তার পাশে ফেলে দেয়। তারপর শনির আখড়া সিএনজি থেকে নেমে একটি মার্কেটের মসজিদের টয়লেটে ঢুকে পরিস্কার পরিচ্ছন্ন হয়ে তার ব্যাগে থাকা সকালে পরিহিত গোলাপী রং এর পাঞ্জাবি পুনরায় পরিধান করে। তার সাথে থাকা ব্যাগের ভিতর থেকে রক্ত মাখা কাপড় গুলি টয়লেটের ভ্যান্টিলেটর দিয়ে ফেলে দেয়। তারপর বাসার সামনে এসে জুতায় রক্ত থাকায় সেটিও ফেলে দেন। পরদিন ১০ মে বিকালে তার সেজো খালাকে দাফন করার জন্য তার নানুর বাড়ি ঝালকাঠির উদ্দেশ্যে রওয়ানা করে।

পরবর্তীতে সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষন ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ২৪ ঘন্টার মধ্যেই তার নানুর বাড়ি থেকে তাকে আটক করে। পরবর্তীতে তার দেখানো মতে স্টার্ন শপিং সেন্টার এর পাশের সুয়ারেজ লাইনের উপর থেকে নীল রং এর রক্ত মাখা টি-শার্ট ও ব্লু কালারের রক্ত মাখা দুটি জিন্স প্যান্ট উদ্ধার করা হয়। এর মধ্যে একটি তার ও একটি তার খালাতো বোন মিস্টির জিন্স প্যান্ট ছিল। তার বাসার সামনে নির্জন বিল্ডিং এর উপর তার ফেলে দেয়া জুতা জোড়া উদ্ধার করা হয়।

এক প্রশ্নের জবাবে যুগ্ম কমিশনার বলেন, গ্রেফতারকৃত কিশোর স্কুল থেকে বহিস্কৃত। হত্যার ঘটনায় শুধু সাইকেল কেনার উদ্দেশ্য ছিলো নাকি অন্য কিছু সেই বিষয়ে আমরা তদন্ত করছি। এ দিকে টাকা চুরির ঘটনায় দুই খালাকে হত্যা করা ঘটনায় দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তী মূলক জবানবন্দী দিয়েছে।

অভিযানের নেতৃত্বে ডিবি মিরপুর বিভাগের পল্লবী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি)সোনাহর আলী।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ