আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন যাতায়াত ও কোরবানির পশু পরিবহনে নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করছে নৌ পুলিশ।
সোমবার (১২ মে নৌ পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান অতিরিক্ত আইজিপি (নৌ পুলিশ) কুসুম দেওয়ান।
সভায় তিনি বলেন, “নদীর যেকোনো জায়গা থেকে ছোট নৌযানে যাত্রী ওঠানামা বন্ধে কাজ করছে নৌ পুলিশ। পাশাপাশি লঞ্চ ও জাহাজে পর্যাপ্ত সিসিটিভি স্থাপন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।”
সভায় বক্তারা বিগত ঈদ-উল-ফিতরে নৌ পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং ঈদ-উল-আযহাকে কেন্দ্র করে সম্ভাব্য চ্যালেঞ্জ ও প্রস্তুতি নিয়ে মতামত তুলে ধরেন। আলোচনা হয় ঘাট ব্যবস্থাপনা, চাঁদাবাজি প্রতিরোধ, নৌযানের অতিরিক্ত যাত্রী বহন রোধ, ভাড়া নিয়ন্ত্রণ ও আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী যাত্রা নিশ্চিত করার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে।
সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পরিবেশ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, ডিআইজি ও অতিরিক্ত ডিআইজি, নৌ পুলিশের পুলিশ সুপারবৃন্দসহ বিভিন্ন স্তরের কর্মকর্তারা সরাসরি ও ভার্চুয়ালি উপস্থিত ছিলেন।
নৌ পুলিশের পক্ষ থেকে জানানো হয়, "আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে নৌপথে পণ্য ও কোরবানীর পশু পরিবহনে নিরাপত্তায় ও ঘরমুখো মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে আন্তরিকতার সাথে কাজ করছে নৌ পুলিশ। নদীর যেকোন জায়গায় অন্য কোন ছোট নৌযান হতে লঞ্চে যাত্রী উঠানো বা নামানো বন্ধে পুলিশ কাজ করছে। মানুষের জান-মালের নিরাপত্তায় লঞ্চ ও জাহাজে পর্যাপ্ত সিসিটিভি স্থাপনের জন্য সংশ্লিষ্ঠদের অনুরোধ করেন তিনি। নৌপথ নিরাপত্তায় পুলিশী টহল আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত করে আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে সকলকে অগ্রীম শুভেচ্ছা জ্ঞাপন করে মতবিনিময় সভা সমাপ্ত ঘোষণা করেন।
উক্ত মতবিনিময় সভায় নৌপথের সাথে সংশ্লিষ্ঠ বিভিন্ন সরকারি/বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, ডিআইজি নৌ পুলিশ , পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, অতিরিক্ত ডিআইজিবৃন্দ, অতিরিক্ত ডিআইজি ঢাকা রেঞ্জ, পুলিশ সুপারবৃন্দ নৌ পুলিশ হেডকোয়াটার্র্স ও এডিসি(ট্রাফিক) লালবাগ, ডিএমপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর প্রতিনিধি এবং নৌ পুলিশের সকল অঞ্চলের পুলিশ সুপারসহ নৌ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সরাসরি ও ভাচুর্য়ালি উপস্থিত ছিলেন।
ডিআই/এসকে