ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সেনাবাহিনী- র্যাবের যৌথ অভিযানে তারুয়া নতুন বাজার এলাকায়, ১০ই মে, শনিবার বিকেল সাড়ে চারটায় যৌথবাহিনী টহলরত অবস্থায় গোপন সংবাদ ও তথ্য উপাত্তর ভিত্তিতে যৌথ বাহিনী বিকাল পাঁচটার সময় শরীফপুর ইউনিয়নের দক্ষিন তারুয়া গ্রাম থেকে ঈমান উদ্দিন চৌধুরীর বাড়ির একতলা বাসা থেকে ১ টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ এর সাবেক সদস্য ইমান উদ্দিন চৌধুরীকে আটক করে যৌথবাহিনী।
তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক সদস্য ও ইমান উদ্দিন চৌধুরী,(শরীফপুর ইউপির) চেয়ারম্যান সাফি উদ্দিন চৌধুরীর ভাই, বাংলাদেশ সেনাবাহিনী,আর্মি ৩৩ পদাতিক ডিভিশন ও RAB এর যৌথ অভিযানে, ইমান উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে আশুগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ বিল্লাল হোসেন, সাংবাদিকদের জানান,আশুগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে । আসামি কে কোর্ট হাজতে সোপর্দ করা প্রক্রিয়াধীন আছে আমরা দায়িত্ব পালনে সচেষ্ট আছি।