কুড়িগ্রামের উলিপুরে নয়ন মিয়া (৩৬)নামে ২০ মামলার চিহিৃত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১০ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার তবকপুর ইউনিয়নের দক্ষিণ উমানন্দ গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা ও এক দশমিক পাঁচ (১.৫) গ্রাম হেরোইন এবং মাদক বিক্রির ৩৩০০ টাকা জব্দ করা হয়।
মাদক কারবারি নয়ন ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদকের ২০টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করার সময়ে উপজেলার দক্ষিণ উমানন্দ গ্রামে নিজ বাড়িতে খাটের ওপর ইয়াবা ট্যাবলেট গণনা করার সময় মাদক কারবারি নয়নকে গ্রেপ্তার করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, মাদক কারবারি নয়নের বিরুদ্ধে ইতিপূর্বে ১৯টি মামলা রয়েছে। এটিসহ ২০টি মামলা হলো। নয়ন এলাকার চিহিৃত মাদককারবারি। রবিবার তাকে আদালতের মাধ্যমে জেলাহাজতে পাঠানো হয়েছে।