
আলমগীর হোসেন কালিগঞ্জ ব্যুরো,
কালিগঞ্জে “নারীর জন্য বিনিয়োগ সহিংসতা প্রতিরোধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৩ উদযাপন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) থেকে ১০ ডিসেম্বর (১৬ দিন ব্যাপি) নারী নির্যাতন প্রতিরোধ কার্যক্রমে
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে মানববন্ধনও আলোচনা সভা অনুষ্ঠিত হয়,
এসময় ক্রিশ্চিয়ান এইডের অর্থায়নে নওয়াবেঁকী গণমুখী ফাউন্ডেশনের কারিগরি সহযোগিতায় এবং মিশন মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে মিশন মহিলা উন্নয়ন সংস্থার চেয়ারপার্সন ছকিনা পারভীন এর সভাপতিত্বে ও প্রকল্প সমন্বয়কারী শেখ আব্দুল্লাহর সঞ্চালনায় মানববন্ধন শেষে কৃষ্ণনগর ইউপির হল রুমে আলোচনা সভায়,
প্রধান অতিথির বক্তব্যে রাখেন কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান সাফিয়া পারভীন। তিনি বলেন সুশীল সমাজ ও সমাজের পিছিয়ে পড়া নারীগণ, নারী নির্যাতন প্রতিরোধ, নারীর অধিকার নিশ্চিত, নারীদের নায্য পারিশ্রমিক আদায়, পুরুষের পাশাপাশি নারীদের সমান অধিকার, এবং সমাজে নারীরা পিছিয়ে থাকবে না।
বিশেষ অতিথি ছিলেন কৃষ্ণনগর ইউপির প্যানেল চেয়ারম্যান ঢালী সাইফুর রহমান। এসময়ে উপস্থিত ছিলেন ইউপি সদস্য, সদস্যবৃন্দ, গ্রাম পুলিশসহ
পরে ৭৮ জন নারী সদস্যদের মাঝে লাউ ও কুমড়ার বীজ বিতরণ করা হয়।