
পটুয়াখালীর ঐতিহ্যবাহী মহিপুর সমবায় ঋণদান ও সর্বোন্নতি বিধায়ক সমিতি লিমিটেডের (এসআরওএসবিএস) ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ মে) সকাল ১০টায় মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। সন্ধ্যা সাড়ে সাতটায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন এসআরওএসবি সমিতির নির্বাচন কমিটির সভাপতি ও পটুয়াখালী জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোঃ কামরুজ্জামান।
নির্বাচনে মোঃ সাইফুল ইসলাম (সোহাগ হাওলাদার) ছাতা প্রতীক নিয়ে ১৬১৮ ভোট পেয়ে বেসরকারিভাবে সভাপতি নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তোফাজ্জল হোসেন সিপাহী আনারস প্রতীকে ৭৬৬ ভোট পেয়েছেন। সভাপতি পদে ৪৮ টি ভোট বাতিল হয়েছে।
সহ-সভাপতি পদে মোঃ রফিকুল ইসলাম মন্টু ভদ্র তালা চাবি প্রতীকে ১০৪৩টি ভোট পেয়ে বেসরকারি নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আলমগীর হোসেন মৃধা পেয়েছেন ৭৮৮ ভোট। অপর প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ শাহআলম মাতুব্বর টিউবয়েল প্রতীকে পেয়েছেন ৫৪৪ ভোটে পেয়েছেন। সহ-সভাপতি পদে ৫৭ টি ভোট বাতিল হয়েছে।
পরিচালক পদে (সদস্য) ১নং ইউনিটি মোহাম্মদ খলিলুর রহমান এবং ৪ নং ইউনিটে মোঃ সেরাজুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
২ নং ইউনিটে সদস্য পদে মোঃ শহিদ হাওলাদার কলস প্রতীকে ১৮০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সুলতান ফরাজী মোরগ প্রতীকে পেয়েছেন ১২৩ ভোট। ২নং ইউনিটি ছয়টি ভোট বাতিল হয়েছে।
৩নং ইউনিটে সদস্য পদে মোঃ সোহাগ গাজী কলস প্রতীকে ১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ সেলিম মুন্সী মোরগ প্রতীকে পেয়েছেন ১৩২ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ মাসুম বিল্লাহ গাজী মাছ প্রতীকে ৫৮ ভোট পেয়েছেন। ৩নং ইউনিটে ৮ টি ভোট বাতিল হয়েছে।
৫নং ইউনিটে মোঃ আইউব আকন ফিরোজ মাছ প্রতীকে ২৩৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ হাবিবুর রহমান ঘোড়া প্রতীকে ১৩৬ ভোট পেয়েছেন। অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ ফারুক হাওলাদার তালগাছ প্রতীকে ৭৩ ভোট পেয়েছেন। এ ইউনিটে বাতিল হয়েছে ১৩ টি ভোট।
৬ নং ইউনিটে মোঃ মাহবুবুর রহমান মাছ প্রতীকে ৩০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ শহিদুল ইসলাম মোরগ প্রতীকে ৮৪ ভোট পেয়েছেন। এই ইউনিটে ৭ টি ভোট বাতিল হয়েছে।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান। নির্বাচন পরিচালনা করেছেন পটুয়াখালী জেলা সমবায় উপ-সহকারী নিবন্ধক মোঃ কামরুজ্জামান, পটুয়াখালী জেলা সমবায় পরিদর্শক মোহাম্মদ নাজমুল হাসান ও এসআরওএসবি সমিতির ৮ নং সদস্য মোঃ মিজানুর রহমান রিপন। বরিশালের সর্ববৃহৎ মহিপুর এসআরওএসবিএস সমিতির ২ হাজার ৮’শ ৫৫ জন ভোটারের মধ্যে ২ হাজার ৪’শ ৩২ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।
প্রিজাইডিং অফিসার মোঃ মনিরুজ্জামান খান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। কোনো ধরনের অপ্রতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। শান্তি শৃঙ্খলা বজায় রাখতে মহিপুর থানা পুলিশ তৎপর ছিল।