
গত ২৪ ঘন্টায় “অপারেশন ডেভিল
হান্ট ” পরিচালনায় কলাপাড়া ও মহিপুর থানা এলাকা থেকে সাবেক ইউপি চেয়ারম্যান সহ ৬ জনকে গ্রেফতার করে আদালতে সোপর্দ্দ করেছে পুলিশ।
কলাপাড়া ও মহিপুর থানা পুলিশ পৃথক অভিভাবে গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান চালিয়ে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার কারণে শুক্রবার গভীর রাতে তাদেরকে গ্রেফতার করছে। গ্রেফতারকৃতরা হলেন টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ নেতা সৈয়দ আখতারুজ্জামান কোক্কা, তাকে শনিবার দুপুরে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে। এছাড়াও শুক্রবার গভীর রাতে খেপুপাড়া সরকারী মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রী কলেজ শাখার ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ সাইফুর রহমান শুভ, ধুলাসার ইউনিয়ন পরিষদ’র সাবেক মেম্বার ও আওয়ামী লীগ নেতা মোঃ শফিকুল ইসলাম , মিঠাগজ্ঞ ইউনিয়নের যুবলীগ নেতা মোঃ ফেরদৌস, ডালবুগজ্ঞ ইউনিয়ন’র সাবেক মেম্বর ও আওয়ামীলীগ নেতা মোঃ রুহুল আমিন হাওলাদার, কুয়াকাটা পৌরসভা ৯ নং ওয়ার্ডের সভাপতি মোঃ রুহুল আমিন মোল্লাকে চাদাঁবাজীসহ বিভিন্ন অপরাধে দায়ের কৃত মামলায় পলাতক আসামী বলে গ্রেফতার করেছেন।
কলাপাড়া থানার ওসি মো তরিকুল ইসলাম বলেন, গ্রেফতার কৃতদেরকে শনিবার কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।