বহুল তথ্যসমৃদ্ধ ও আধুনিক প্রযুক্তিনির্ভর ইন্টারেক্টিভ ওয়েবসাইট উদ্বোধন করেছে হাইওয়ে পুলিশ।
শনিবার(১০ মে) সকালে হাইওয়ে পুলিশ হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাইওয়ে পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন) মো.শামসুল আলম।
উদ্বোধনী অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের প্রধান বলেন, “এই ইন্টারেক্টিভ ওয়েবসাইটটি প্রযুক্তিনির্ভর ও তথ্যবহুল একটি প্ল্যাটফর্ম। মহাসড়ক ব্যবহারকারীদের জন্য এটি অত্যন্ত সহায়ক হবে।”
অনুষ্ঠানে হাইওয়ে পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা, ডিআইজি, অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপারসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটের উল্লেখযোগ্য ফিচারসমূহ:
ডিজিটাল ম্যাপ: হাইওয়ে থানাসহ সংশ্লিষ্ট থানা, হাসপাতাল, ফায়ার সার্ভিস, রেস্টুরেন্ট, পেট্রোল পাম্প, ওয়ার্কশপ এবং গরুর হাটের জিও লোকেশন ও যোগাযোগ নম্বরসহ বিস্তারিত তথ্য। ব্যবহারকারীর বর্তমান অবস্থান থেকে দূরত্ব ও রুট নির্দেশনাও থাকবে।
ফোন ডিরেক্টরি: হাইওয়ে পুলিশের সিনিয়র কর্মকর্তাদের ও থানা পর্যায়ের যোগাযোগ নম্বর সহজেই পাওয়া যাবে।
অভিযোগ বক্স: মহাসড়কে যাতায়াতের সময় যে কোনো সমস্যা বা অভিযোগ সরাসরি জানাতে পারবেন ব্যবহারকারীরা।
ই-প্রসিকিউশন ও অপরাধ পরিসংখ্যান: ওয়েবসাইটে থাকছে ই-প্রসিকিউশন সুবিধা এবং হাইওয়ে পুলিশের কর্মকাণ্ড সংক্রান্ত বিভিন্ন পরিসংখ্যান।
লাইভ ট্রাফিক আপডেট: নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে ওয়েবসাইটে সংযুক্ত করা হয়েছে গুগল ম্যাপ ও ট্রাফিক আপডেট ফিচার।
ডিআই/এসকে