
কুড়িগ্রামের উলিপুরে আল্লাহ ও নবী-রাসুলদের নিয়ে কটূক্তির অভিযোগে আব্দুল হান্নান (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (০৯ মে)সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের মালতিবাড়ি দিগর এলাকা থেকে থাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল হান্নান ওই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, আব্দুল হান্নান তার ফেসবুক পোস্টে আল্লাহ ও নবী-রাসুলদের নিয়ে বির্তকিত মন্তব্য করেন। আট মিনিট ২৪ সেকেন্ডের ফেসবুক পোস্টের ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে ওই ভিডিওর জেরে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান স্থানীয় মানুষজন। খবর পেয়ে পুলিশ আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, ধর্ম অবমাননার অভিযোগে আব্দুল হান্নানের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হয়েছে। আব্দুল হান্নান প্রায় আট বছর আগে খ্রিস্টান ধর্মে দীক্ষা নেন বলেও জানানা ওসি।