রাজধানীর মোহাম্মদপুর থেকে ৩ হাজার ৮০০ পিস ইয়াবা একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত আসামির নাম, মো. মমিনুর।
শুক্রবার(৯ মে) রাতে মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান বেরিবাঁধ এলাকা থেকে ডিবির উত্তরা বিভাগের সদস্যরা তাকে গ্রেফতার করে।
এদিন রাতে ডিবির উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. হেলালউদ্দিন ভূইয়া এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, এদিন রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান বেরিবাঁধ মেইনরোড এলাকার এ.জে.আর. পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের সামনে ডিবি উত্তরা বিভাগের একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। এতে ৩ হাজার ৮০০ ইয়াবাসহ মাদক কারবারি মনিরুরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিকে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
ডিআই/এসকে