
রাজধানীর মিরপুরে ট্রাফিক পুলিশের দ্রুত তৎপরতা ও সাধারণ মানুষের সহযোগিতায় মোবাইল ছিনতাইকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রুবেল মিয়া (২৮)। তার কাছ থেকে ছিনতাইকৃত একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৯ মে) ডিএমপি মিডিয়া অ্যান্ড।পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।
ঘটনাটি ঘটে ৭ মে সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে, মিরপুরের টেকনিক্যাল ক্রসিং এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারী এক ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে পালানোর চেষ্টা করলে আশপাশের লোকজন ‘চোর চোর’ বলে ধাওয়া শুরু করেন। তখন ডিউটিতে থাকা ট্রাফিক পুলিশ সার্জেন্ট রাজীব বর্মন তাৎক্ষণিকভাবে দৌড়ে গিয়ে ছিনতাইকারীকে আটক করতে সক্ষম হন।
পরে রুবেলের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোনটি মালিক মোহাম্মদ রাজু ইসলামের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ডিআই/এসকে