বিপুল মিয়া ফুলবাড়ী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামি সহ ৪জনকে গ্ৰেফতার করেছেন ফুলবাড়ী থানা পুলিশ।
(৮ এপ্রিল) রাতে ফুলবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে মাদক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি উপজেলার গোরক মন্ডল এলাকার বেলাল হোসেনের ছেলে মোঃ আল-আমিনসহ বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত আরও তিন আসামিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। গ্রেফতারকৃত অন্যান্য আসামিরা হলেন- উপজেলার গোরক মন্ডল এলাকার জাফর আলী ছেলে হাসছেন আলী,নজরুল মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক ও তালুক শিমুলবাড়ী এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে শরিফুল ইসলাম সাগর।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, ৪ গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামিকে (৯ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।