
নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রতিনিধি:নাইক্ষ্যংছড়ি ও রামু থানা পুলিশ পৃথকভাবে অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫ নেতাকে গ্রেফতার করেছে।
শুক্রবার (৯ মে) দিবাগত রাতে পুলিশ প্রথমে নাইক্ষ্যংছড়ির চাকঢালা এলাকা থেকে বান্দরবান জেলা কৃষক লীগের সদস্য আব্দুর রহমান (৪৫)-কে গ্রেফতার করে।একইদিন নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অপর একটি দল বাইশারী ইউপির লম্বাবিল এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আব্দুল জব্বার (৫৫)-কে গ্রেফতার করে।
নাইক্ষ্যংছড়ি থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মসরুল হক এর দিকনির্দেশনায় পৃথক এই অভিযান পরিচালনা করা হয়। এ বিষয়ে তিনি জানান, নাশকতার মামলার অভিযোগে অভিযুক্ত ওই দুই নেতাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।অপরদিকে, নাইক্ষ্যংছড়ির পাশ্ববর্তী রামু থানা পুলিশের অভিযানে কাউয়ারকোপ ইউপির সাবেক চেয়ারম্যান এবং সাবেক এমপি সাইমুম সরওয়ার কমলের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত যুবলীগ নেতা মোস্তাক আহমেদ এবং ছাত্রলীগ নেতা মেহেদী হাসানসহ তিন নেতাকে গ্রেফতার করা হয়।তাদের গ্রেফতারের বিষয়টি রামু থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইমন কান্তি চৌধুরী সাংবাদিকদের নিশ্চিত করেছেন।