
রাসেল আহমেদ, হোমনা প্রতিনিধি:কুমিল্লার হোমনায় ২০ কেজি গাঁজাসহ মমিন মিয়া (৩৩) নামের একাধিক মাদক মামলার আসামি কে আটক করেছে হোমনা থানা পুলিশ।
সে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার নাটাপাড়া গ্রামের মীর হোসেন প্রকাশ মিয়ার ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন আরো একাধিক মাদক মামলা রয়েছে।
বৃহস্পতিবার (৮ই মে) বিকেলে হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দির ছিনাইয়া-মেঘনাগামী পাকা রাস্তার চেকপোস্ট থেকে ২০ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মীর হোসেন ও এএসআই কাঞ্চন কুমার সঙ্গীয় ফোর্সসহ মাথাভাঙ্গা ইউনিয়নের ছয়ফুল্লাকান্দির ছিনাইয়া হইতে মেঘনাগামী পাকা রাস্তার উপর চেকপোষ্ট বসান। এসময় একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ২০ (বিশ) কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাৎক্ষণিক মমিন মিয়া আটক করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।
হোমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুল হুদা বলেন, আটকের সত্যতা নিশ্চিত করেন। তিনি আরো বলেন তার নামে মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে। শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে। এছাড়াও বিভিন্ন থানায় তার নামে আরো ৪ টি মাদক মামলা রয়েছে।