ঢাকা, শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
মিরসরাই সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থার ১ম ইফতার ও দোয়া মাহফিল
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
হাতিরঝিলে ৫ কোটি টাকার ইয়াবাসহ চারজন গ্রেফতার ,প্রাইভেটকার জব্দ
আশুগঞ্জে চোরাইভাবে আনা ভারতীয় বিভিন্ন রকমের ইনজেকশন ও প্রবক্সকারসহ আটক-০২
আমরা চাই ঢাকা হোক ‘ন্যায্যতার শহর’: পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক
প্যারিসে আয়োজিত পার্টনারশিপ ফর হেলদি সিটি সামিটে অংশ নিয়েছেন ডিএনসিসি প্রশাসক
জাতীয়তাবাদী দলের দুর্দিন, দুঃসময়ের নিবেদিত কর্মী ছিলেন সাংবাদিকতার পাশাপাশি বিএনপি’র নেতা… শিমুল 
দ্বীন প্রতিষ্ঠায় যুবকদের অগ্রনী ভূমিকা পালন করতে হবে:-আবু সুফিয়ান মুক্তার
ফুলবাড়ীতে থাউজেন্ট হসপিটালাস্ এর উদ্যোগে মাঝে ইফতার বিতরণ
গর্জনিয়া ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দল কর্তৃক দোয়া ও ইফতার মাহফিল
বাংলাদেশ স্থানীয় সরকার নির্বাচন আগে প্রয়োজন -ড. রেজাউল করিম
রূপসা উপজেলা প্রেসক্লাবে ইফতার ও দোয়া মাহফিল
গাইবান্ধায় এবি পার্টির আলোচনা সভা ও ইফতার মাহফিল
শংকরপুরে বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল দূয়া আলোচনা সভা
সাম্য ও ভালোবাসার বার্তায় এডাস্ট বন্ধুসভার “সহমর্মিতার ঈদ” উদযাপন

রাজধানী থেকে হত্যা মামলার পলাতক আসামি আটক

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় দা দিয়ে কুপিয়ে আরিফ জমাদ্দারকে হত্যার পরিকল্পনাকারী পলাতক প্রধান আসামি আবুল কাশেম ফরাজীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

র‍্যাব জানায়, বরিশালের মেহেন্দিগঞ্জ থানাধীন চর ডাইয়া এলাকায় মুদি দোকানদার ভিকটিম আরিফ জমাদ্দার সঙ্গে কাশেমের পারিবারিক বিরোধ চলছিল। ওই বিরোধকে কেন্দ্র করে কাশেমসহ ১৬-১৭ জন মিলে আরিফকে হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী সোমবার দুপুর ২টার দিকে আরিফ দুপুরের খাবার খেয়ে ও জোহরের নামাজ পড়ে তার দোকানের উদ্দেশে রওয়ানা হন। দোকানে বসার সঙ্গে সঙ্গে আগে থেকে ওৎ পেতে থাকা কাশেম ও তার সহযোগীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আরিফের ওপর অতর্কিত হামলা করে।

প্রথমে কাশেম তার হাতে থাকা দা দিয়ে আরিফের মাথায় একাধিক কোপ দেন। পরে কাশেমসহ তার অন্যান্য সহযোগীরা তাদের কাছে থাকা দা দিয়ে আরিফের হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারি কুপিয়ে ও লোহার রড দিয়ে পেটাতে থাকেন।

এতে আরিফ গুরুতর আহত হন। আরিফের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আরিফের পরিবারের লোকজন ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজনদের সহযোগিতায় আরিফকে গুরুতর রক্তাক্ত আহত অবস্থায় শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সোমবার বিকেলে আরিফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

মঙ্গলবার ( ১৭ অক্টোবর ) এইসব তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১০ এর অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন।

তিনি জানান, চাঞ্চল্যকর ওই হত্যাকাণ্ডের বিষয়টি জানতে পেরে র‌্যাব-১০ এর একটি দল হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আইনের আওতায় নিয়ে আসায় গোয়েন্দা নজরদারি বাড়ানো ও ছায়া তদন্ত শুরু করে। মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল ঘটিকায় রাজধানী ঢাকার কোতোয়ালি থানাধীন সদরঘাট এলাকায় অভিযান চালায়। অভিযানে বরিশালের মেহেন্দিগঞ্জ এলাকায় চাঞ্চল্যকর আরিফ জমদ্দারকে দা দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যাকাণ্ডের ১২ ঘণ্টার মধ্যে হত্যার মূল পরিকল্পনাকারী পলাতক প্রধান আসামি মো. আবুল কাশেম ফরাজী (৬৭) গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে ভিত্তিতে অ্যাডিশনাল ডিআইজি ফরিদ উদ্দিন জানান, আসামি ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

ডিআই/এসকে

শেয়ার করুনঃ